কলকাতা: সলমন খানের (Salman Khan) সঙ্গে নাকি আর সিনেমা করবেন না ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। 'টাইগার ৩' (Tiger 3)-ই নাকি শেষ ছবি হতে চলেছে সলমন ও ক্যাটরিনার। চিত্রপরিচালকের ট্যুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। 


সূত্রের খবর, ভিকি কৌশল (Vicky Kaushal) নাকি ক্যাটরিনাকে সতর্ক করেছেন সলমনের সঙ্গে ছবিতে অভিনয় করা নিয়ে। সলমন আর ক্যাটরিনার দীর্ঘ সম্পর্কের কথা সবারই জানা। প্রেমের সম্পর্কে ছিলেন সলমন ও ক্যাটরিনা, বলিউডে কান পাতলেই শোনা যেত তাঁদের সম্পর্কের গুঞ্জন। কিন্তু পরবর্তীতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপরে রণবীর কপূরের (Ranbir Kapoor) এর সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। এর মধ্যেও একাধিক সম্পর্কে জড়ান ক্যাটরিনা, তবে টেঁকেনি কিছুই। 


অবশেষে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতেও। আর বিয়ের পরেও বেশ সুখেও দিন কাটাচ্ছেন তাঁরা। আর তাই, প্রাক্তনের ছায়া স্ত্রীর জীবনে আসতে দিতে চান না ভিকি। সম্ভবত সেই কারণেই ক্যাটরিনাকে সলমনের সঙ্গে সিনেমা করতে বারণ করেছেন ভিকি।


অন্যদিকে জোয়া আর টাইগারের জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। দীর্ঘ অপেক্ষার পরেই মুক্তি পেতে চলেছে 'টাইগার ৩'। এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে সলমনের সিকোয়েন্স নিয়েও যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। এপ্রিল মাসে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করবেন শাহরুখ। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি সলমন, ক্যাটরিনা বা ভিকি কেউই।


অন্যদিকে, সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান। হুমকি মেল পাওয়ার পরে, সলমনের টিমের তরফে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও, গোল্ডি ব্রার বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রের খবর, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি লরেন্স বিষ্ণোই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য। 


এই ঘটনার পরে জোরদার করা হয়েছে সলমনের অফিস ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে সলমনের আবাসনের ওপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে ১০ জন কনস্টেবলকে। দফায় দফায় সলমনের অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখছেন তাঁরা। 'দবং' অভিনেতার আবাসনের সামনে থেকে উধাও অনুরাগীদের ভিড়, উচ্ছ্বাসের সেই চেনা ছবি। নিরাপত্তা বজায় রাখতেই পুলিশের তরফ থেকে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনুরাগীদের জমায়েতের ওপর। অনুমতি ছাড়া প্রবেশের অধিকার পাচ্ছেন না অপরিচিত কোন মানুষই। 


আরও পড়ুন: The Elephant Whisperers: অস্কারের জৌলুসে বদলায় না জীবন, আরও এক হস্তিশাবকের দায়িত্ব পেলেন বোমান-বেইলিm