মুম্বই: সাধে কি আর রাজকীয় বিয়ে বলা হচ্ছে? ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে আয়োজিত হয়েছে সার্থক রাজকীয় কায়দায়। কী ছিল না সেখানে। বলিউডের দুই জনপ্রিয় তারকার বিয়েতে ছিল রাজকীয় আয়োজন। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ থেকে বিয়ে, সবকিছুতেই ছিল রাজ ঘরানার ছোঁয়া। রাজস্থানের সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় হল ভিকি-ক্যাটরিনার বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। ভেন্যুর জন্য এক পয়সাও খবর করতে হয়নি দুই তারকাকে। কারণ, যে জায়গায় হল দুই তারকার বিয়ে, সেখানকার মালিকপক্ষ বিনামূল্যেই ভাড়া দিয়েছেন। এবং তাঁদের লক্ষ এমনই হাই ভোল্টে়জ বিয়ের অনুষ্ঠানকে ঘিরেই যাতে অন্যরাও আকর্ষিত হন।


এদিকে সম্পর্ক থেকে বিয়ে নিয়ে মুখ বন্ধ রেখেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Vicky Katrina Wedding)। মুখ খোলেননি তাঁদের পরিবারের সদস্যরাও। কিন্তু দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন তথ্য। পরিবারের সদস্য থেকে, আত্মীয়, বন্ধুদের পাশাপাশি বলিউডের বেশ কিছু তারকা উপস্থিত ভিকি-ক্যাটের বিয়েতে। কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ নেদীর মতো তারকাদের দেখা গিয়েছে জয়পুর বিমানবন্দরে। গত ৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিয়ের রাজকীয় আয়োজন ছিল।


আরও পড়ুন - Katrina-Vicky Wedding: সঙ্গীতে কী রঙের পোশাক পরেছিলেন ক্যাটরিনা কাইফ?


সম্প্রতি শোনা যাচ্ছে, সঙ্গীত অনুষ্ঠানের জন্যও বিশেষ বন্দোবস্ত ছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। সাতপাকে বাঁধার আগে সঙ্গীত অনুষ্ঠানে কেক দিয়ে মিষ্টিমুখ হয়। জানা যাচ্ছে, দুই তারকার সঙ্গীতে ছিল পাঁচতলা কেক। যা তৈরি করেছেন দিল্লির নামী কেক প্রস্তুতকারক সংস্থা। আর এই কেকের জন্য কত টাকা খরচ হয়েছে, জেনেই চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। সূত্রের খবর, প্রায় সাড়ে চার লক্ষ টাকা কেকের জন্য খরচ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।


প্রসঙ্গত, ভিকি কৌশলকে আগামীতে দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম'-র মতো ছবিতে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফের হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ। 'টাইগার থ্রি', 'জি লে জারা', 'ফোন ভূত'-র মতো ছবিতে দেখা যাবে তাঁকে।