নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া থেকে বলিপাড়া এখন উত্তাল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Vicky-Katrina Wedding) বিয়ের খবরে। রাজস্থানে সাওয়াই-মাধোপুরে বিয়ে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের।
রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। এখানেই এখন ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রস্তুতি চলছে। শোনা যাচ্ছে, বিয়ের সময় দুই তারকা এই রিসর্টের যে ঘরে থাকবেন, সেগুলির প্রতি রাতের ভাড়া প্রায় ৭ লক্ষ টাকা। বিশেষ দিনের সবরকম বন্দোবস্ত করার দায়িত্ব পড়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির উপর।
সেই অনুযায়ী, বর ও কনের জন্য বিশেষ স্যুইট বুক করা হয়েছে জমকালো হোটেলে। ভিকির জন্য বরাদ্দ হয়েছে রাজা মানসিংহ স্যুইট। অন্যদিকে ক্যাটরিনা থাকবেন রানি পদ্মাবতী স্যুইটে। উভয়ই হোটেলের সবচেয়ে দামি স্যুইট।
দুই স্যুইটের সঙ্গেই রয়েছে ব্যক্তিগত স্যুইমিং পুল ও বাগান। স্যুইটের জানলা খুললেই সামনে দেখা মিলবে দুর্দান্ত আরাবল্লি পর্বতের।
হোটেলটির আরও দুটি স্যুইট রয়েছে যেগুলির দাম প্রতি রাতে ৭ লক্ষ টাকা। এছাড়া ৪ লক্ষ টাকা মূল্যের ১৫ টি স্যুইট রয়েছে। বাকি ঘরগুলির জন্য এক রাতের ভাড়া রুম প্রতি ১ লক্ষ টাকা। গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লোকজনের চলাফেরাতেও নজর রাখা হচ্ছে।
শোনা যাচ্ছে পরিবারের সঙ্গে ভিকি ও ক্যাটরিনা ওই প্রাসাদে ৬ ডিসেম্বর এসে পৌঁছবেন এবং ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবেন।
ভিকি ক্যাটরিনার বিয়ের জন্য ১০০টিরও বেশি লাক্সারি গাড়ি বুক করা হয়েছে। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ও অন্যান্য অতিথিদের জন্যও ২৫০টি গাড়ি বুক করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানের সুরক্ষার জন্য রাখা হবে ১০০ জন বাউন্সার। তাছাড়া সাওয়াই -মাধোপুর পুলিশ প্রশাসনের ১৫০ কর্মীও নিরাপত্তার দায়িত্ব সামলাবেন বলে সূত্রের খবর। এখন অপেক্ষা দুই তারকার চার হাত এক হওয়ার।