মুম্বই: অপেক্ষার বাকি আর মাত্র কিছুক্ষণ। তারপরই পঞ্জাবী রীতি অনুযায়ী সাতপাকে বাঁধা পড়বেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যেই জানা গিয়েছে, আজ দুপুর সাড়ে তিনটে থেকে ৩.৪৫-র মধ্যে তাঁদের 'ফেরে' সম্পূর্ণ হবে। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা হোটেলে বসেছে বিবাহআসর। এখান থেকেই নতুন জীবন শুরু করছেন দুই তারকা।
আরও পড়ুন - Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের মাঝেই সুখবর রাজস্থান পর্যটন দফতরের
বিভিন্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসরে (Vicky Katrina Wedding) উপস্থিত হয়েছে দুই পরিবারের সদস্যরা। উপস্থিত হয়েছেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীদের মতো তারকারা। আসবেন আরও তারকা। তাই নিরাপত্তা এবং গোপনীয়তায় কোনওরকম ফাঁক-ফোকর রাখা হচ্ছে না। ভিকি-ক্যাটের বিয়েতে উপস্থিত অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু শর্তও। তাঁরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে পারবেন না। কোনওরকম বিয়ের ছবি তুলতে পারবেন না। এমনকি লোকেশনও শেয়ার করতে পারবেন না। অতিথিদের জন্য থাকছে বিশেষ গোপন কোডের ব্যবস্থাও। যার মাধ্যমে প্রবেশ করতে পারবেন তাঁরা। কিন্তু এই যে রাজকীয় বিয়ের জন্য এত আয়োজন হচ্ছে, এর জন্য কে বেশি খরচ করছেন? ভিকি কৌশল নাকি ক্যাটরিনা কাইফ?
সম্প্রতি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রাজস্থানে রাজকীয় বিয়ের আয়োজনের প্রায় ৭৫ শতাংশ খরচ করছেন বলি ডিভা ক্যাটরিনা কাইফ। এছাড়াও, যেখানে তাঁদের বিয়ে হচ্ছে, সেই বিলাসবহুল এবং দামী ভেন্যুর জন্য খরচ হওয়ার কথা অনেক। শোনা যাচ্ছে, এর জন্য তারকা-জুটিকে কোনও খবরই করতে হচ্ছে না। তারকা জুটির জন্য বিয়ের ভেন্যু সম্পূর্ণ বিনামূল্যে। এমন হাই প্রোফাইল বিয়েকে কেন্দ্র করে অন্যান্যদের নজর কাড়ার উদ্দেশেই ভেন্যুর মালিকপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা গিয়েছে। যাতে ভবিষ্যতে এমন হাই প্রোফাইল বিয়ে এই স্থানে আরও আয়োজিত হতে পারে, এটাই এখন লক্ষ মালিকপক্ষের। বাকি অন্যান্য যাবতীয় খরচ যেমন, ইতিথি আপ্যায়ন, যাতায়াতের খরচ, নিরাপত্তা ও আরও অন্যান্য খরচের জন্য ক্যাটরিনা কাইফ চেকে সই করে রেখেছেন। সূত্রের খবর এমনটাই।