মুম্বই: সামাজিকভাবে বিয়ে তিন মাস আগেই হয়ে গিয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। এবার আইনি বিয়েও সেরে ফেললেন তাঁরা। এতদিন পর্যন্ত সমাজের চোখে তাঁরা স্বামী-স্ত্রী থাকলেও, অবশেষে আইনের চোখেও তাঁরা স্বামী-স্ত্রী হলেন। আর আইনি বিয়ের পর তা উদযাপন করতে স্পেশাল ডিনারেও গেলেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি।


গত বছর ডিসেম্বরে সামাজিক বিয়ে সারলেও তখন আইনি বিয়ে হয়নি ভিকি-ক্যাটরিনার। বিভিন্ন সূত্রে খবর, সদ্য কয়েকদিন আগেই আইনি বিয়ে সেরেছেন দুই তারকা। আর আইনি বিয়ে উদযাপন করতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ডিনারে গেলেন ভিকি কৌশল। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফের মা-ও। সম্প্রতি নেট দুনিয়ায় তাঁদের ছবি ভাইরাল হয়। 


আরও পড়ুন - Dhanush Aishwaryaa Updates: বিবাহবিচ্ছেদ নিশ্চিত? ডিভোর্স ঘোষণার পর এবার এই কাজটাও করে ফেললেন রজনীকান্ত কন্যা


প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসে তাঁদের বিয়ের আসর। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ না খুললেনও বিয়ে মিটতেই হায়ে হলুদ থেকে সঙ্গীত, মেহেন্দির নানা ছবি শেয়ার করে নেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেইসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।' 


সদ্য কয়েকদিন আগেই গিয়েছে রঙের উৎসব। বিয়ের পর প্রথম হোলি (Holi 2022)। তাই উত্তেজনা এবং উদযাপন একটু বেশিই হবে বৈকি। কিন্তু বহু তারকাদের মতো কোনও পার্টিতে গিয়ে নয়, বরং পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটা উদযাপন করেন ভিকি ও ক্যাটরিনা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের ছবি ভাগ করে নেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেন ভিকি কৌশল। একেবারেই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রঙের উৎসব উদযাপন করছেন। তিনি, তাঁর বাবা-মা, ভাই এবং অবশ্যই স্ত্রী ক্যাটরিনা। সকলের গালেই রং আর সকলের মুখে একগাল হাসি। ছবিতে নজর কাড়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের মায়ের সম্পর্ক। শাশুড়ি-বৌমার মিষ্টি সম্পর্কে ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া। ছবি পোস্ট করে ভিকি কৌশল লেখেন, 'হ্যাপি হোলি'।  একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফও।