কলকাতা: শহর কলকাতায় হাজির বলিউড তারকা (Bollywood Star) ভিকি কৌশল (Vicky Kaushal)। শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport) ফ্রেমবন্দি হন অভিনেতা। বাংলার চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান (Mohunbagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচ উপভোগ করবেন ভিকি।
কলকাতায় মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে হাজির ভিকি কৌশল
ফুটবলের প্রতি বাঙালির প্রেম যতটা গভীর, ভিকিরও ঠিক তাই। এই মরশুমের প্রথম ডার্বিতে সেনাবাহিনী আয়োজিত 'ডুরান্ড কাপ'-এ মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেনাবাহিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির হয়েছেন ভিকি।
শুরু হয়ে গিয়েছে ডার্বি এবং কথামতো সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন অভিনেতা। কালো ব্লেজার, প্যান্টে চোখ ধাঁধানো সাজ। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে দাঁড়িয়ে তুললেন ছবি। পাশে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় ভিকি কৌশলের নতুন ছবি 'স্যাম বাহাদুর'। ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ভারতের প্রথম যুদ্ধ নায়ক ও প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁরই গল্প বলবে এই ছবি। 'স্যাম বাহাদুর' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। সঙ্গে থাকবেন সানিয়া মলহোত্র (Sanya Malhotra) ও ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতায় এসে যখন মাঠে ছবি তুলছেন অভিনেতা, তখন ধারাভাষ্যে শোনা গেল অভিনেতার নতুন ছবির কথা।
শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশছে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠছে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা। যাকে কেউ বলে ডার্বি, কেউ বলে বড় ম্যাচ। তবে এটিই যে জনপ্রিয়তায় ও ঐতিহ্যে এশিয়ার সেরা ফুটবল ডার্বি, এই নিয়ে কারও দ্বিমত নেই। যে ম্যাচের জন্য গোটা কলকাতা, তথা গোটা বাংলা ফের দ্বিখণ্ডিত। ময়দানে টিকিটের জন্য চেনা হাহাকার, চেনা সর্পিল লম্বা লাইন, একে অপরকে দেখে দুই দলের সমর্থকদের আস্ফালন, শহরের আনাচে কানাচে ঘটি-বাঙালের অঘোষিত যুদ্ধ, কোথাও তা অম্ল-মধুর, কোথাও বেশ সরগরম। মাঠের বাইরে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে যতই যুদ্ধংদেহী মেজাজ থাকুক, গত কয়েক বছর ধরে ডার্বিতে কিন্তু মাঠে সেই হাড্ডাহাড্ডি লড়াই উধাও। গত আটটি ডার্বিতে টানা জিতে আসছে সবুজ-মেরুন শিবির, এই মরশুম থেকে নাম বদলে যারা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial