মুম্বই: এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। সোশ্যাল মিডিয়াতেও ততটাই জনপ্রিয় তিনি। ভিকি কৌশলের এক-একটি পোস্ট আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে সময় লাগে না। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি ভিকি তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করেন। ছবিটির মতো ক্যাপশনটিও বেশ বেশ মিষ্টি। ভিকি ছবিটির সঙ্গে লিখেছেন, ফ্রিজের আলু। ফ্রিজের মধ্যে বসে থাকা এই ছোট্ট বাচ্চাটিই আজকে বহু যুবতীর হৃদস্পন্দন, জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনেতা ভিকি কৌশল। সম্প্রতি ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য জাতীয় পুরষ্কার পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ‘রাজি’ শিল্পীর ছেলেবেলার এই ছবি হইহই ফেলে দিয়েছে।


একদিকে যখন ভিকির ছোটবেলার ছবি অনুরাগীদের ভালবাসা কুড়িয়ে নিচ্ছে, তখনই নজর কাড়ল ভিকির ভাই সানি কৌশলের কমেন্ট।
‘‘হট’ তো তুমি ছিলেই, এখন আবার ‘কিউটনেস’-এর খাতাতেও কি নাম তুলছ? জনপ্রিয়তা বাড়ানোর কী কায়দা!’’




ভিকির ভাই সানিও বলিউডে কয়েকটি ছবিতে কাজ করেছেন। ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন সানি।




ভিকির ভাই সানির কথা যে ১০০ শতাংশ সত্যি, তা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, ভিকির ছবিতে তাঁর ফ্যানেদের প্রতিক্রিয়া।
ভিকির পরবর্তী ছবি ‘তখত’, ‘ভূত পার্ট ওয়ান– দ্য হন্টেড শিপ’-এর কাজ চলছে। মেঘনা গুলজারের আগামী ছবিতেও কাজ করবেন।