একদিকে যখন ভিকির ছোটবেলার ছবি অনুরাগীদের ভালবাসা কুড়িয়ে নিচ্ছে, তখনই নজর কাড়ল ভিকির ভাই সানি কৌশলের কমেন্ট।
‘‘হট’ তো তুমি ছিলেই, এখন আবার ‘কিউটনেস’-এর খাতাতেও কি নাম তুলছ? জনপ্রিয়তা বাড়ানোর কী কায়দা!’’
ভিকির ভাই সানিও বলিউডে কয়েকটি ছবিতে কাজ করেছেন। ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন সানি।
ভিকির ভাই সানির কথা যে ১০০ শতাংশ সত্যি, তা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, ভিকির ছবিতে তাঁর ফ্যানেদের প্রতিক্রিয়া।
ভিকির পরবর্তী ছবি ‘তখত’, ‘ভূত পার্ট ওয়ান– দ্য হন্টেড শিপ’-এর কাজ চলছে। মেঘনা গুলজারের আগামী ছবিতেও কাজ করবেন।