Vicky Kaushal: মাতৃদিবসে বিয়ের নানা অদেখা ছবি প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল

আজ মাদার্স ডে (Mother's Day 2022) উপলক্ষে বিয়ের নানা অদেখা ছবি শেয়ার করে নিলেন বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal)।

Continues below advertisement

মুম্বই: আজ মাতৃদিবস (Mother's Day 2022)। সাধারণ নাগরিক থেকে তারকারা সকলেই নিজেদের মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নানা স্মৃতিচারণা করছেন। মা কীভাবে তাঁদের জীবনে প্রেরণা হয়ে ওঠেন, তার নানা দিক তুলে ধরেছেন। যাঁদের মা এই দুনিয়ায় আর নেই, তাঁরা ছবি শেয়ার করে মাকে মিস করার কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে মাতৃদিবসের নানা পোস্ট। আজ মাদার্স ডে উপলক্ষে বিয়ের নানা অদেখা ছবি শেয়ার করে নিলেন বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal)।

Continues below advertisement

ভিকি কৌশলের মাদার্স ডে পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাদার্স ডে উপলক্ষে একাধিক ছবি শেয়ার করেছেন ভিকি কৌশল। ছবিগুলির কোনওটিতে দেখা যাচ্ছে বিয়ের আগে নিজের মায়ের সঙ্গে ডান্স করতে। আবার কোনও ছবিতে তাঁর মা তাঁকে বিয়ের সময় জড়িয়ে ধরে চুম্বন করছেন। তৃতীয় ছবিটিতে তাঁকে এবং ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) দেখা যাচ্ছে অভিনেত্রীর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'উরি' তারকার বিয়ের অদেখা ছবি।

আরও পড়ুন - Top Entertainment News Today: বলি থেকে টলি, আজকের সেরা বিনোদনের খবর

গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। একটি ছবিতেও এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। পর্দায় তাঁরা রসায়ন দর্শক কতটা পছন্দ করবে, তা সময়ই বলবে। কিন্তু বাস্তব জীবনে তাঁদের রসায়ন সারাক্ষণই অনুরাগীদের চর্চার বিষয়বস্তু। সম্প্রতি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে ভিকি কৌশল তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই ক্যাটরিনা আমাকে খুব দুর্দান্তভাবে প্রভাবিত করেছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কারণ, ও অসাধারণ বুদ্ধিমতী, বড় মনের এবং দুর্দান্ত একজন মানুষ। প্রত্যেকটাদিন আমি ওর থেকে কিছু না কিছু শিখি।' 

Continues below advertisement
Sponsored Links by Taboola