সুনীত হালদার, হাওড়া: বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ হয়ে যায় নাবালিকা মেয়ে (Minor Girl Rescued)। থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবার। কিন্তু চিরুণি তল্লাশি চালিয়েও মেলেনি মেয়ের খোঁজ। প্রায় দেড় মাস পর সেই মেয়েকে উদ্ধার করা গেল। সুদূর আন্দামানে মিলল নাবালিকার হদিশ। সেখান থেকে বিমানে করে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হল। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আন্দামান থেকে উদ্ধার 'নিখোঁজ' তরুণী
হাওড়ার (Howrah News) জগাছার ঘটনা। গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিল নাবালিকা মেয়েটি। জগাছা থানায় সেই নিয়ে অভিয়োগ দায়ের করে তার পরিবার। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন পরিবারের লোকজন। তাতে তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুন: Behala: হেলমেট নেই কেন? প্রশ্ন করতেই ট্রাফিক সার্জেন্টকে ‘খুনের হুমকি’ বাইক আরোহীর
কিন্তু এ যাবৎ তন্ন তন্ন করে খুঁজেও ওই নাবালিকার হদিশ পায়নি পুলিশ। মোবাইলের টাওয়ার ধরে শেষমেশ আন্দামানে তার অবস্থান চিহ্নিত করা হয়। সেখানকার পাহাড়গাঁও থানা এলাকায় রাখা হয়েছিল ওই নাবালিকাকে।
অপহরণের অভিযোগ তুলেছিল পরিবার
এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের বিষ্ণুপুরের বাসিন্দা গুরুপদ মাইতি নামের ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুরুপদই ওই নাবালিকাকে আন্দামান নিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে। তাঁকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়। নাবালিকাকে আন্দামান নিয়ে যাওয়ার পিছনে গুরুপদর কী অভিসন্ধি ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
এ দিকে, অতি সম্প্রতিই শিলিগুড়িতে নাবালিকার বিয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তি খুন হন। খুনে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার নিজের বাবা। বাল্য বিবাহে আপত্তি তোলা ব্যক্তি নাবালিকার সৎ বাবা, মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাহারাম বর্মন (৪৫) তিনি শিলিগুড়ির রাঙামাটির নির্মলজোত এলাকার বাসিন্দা।