মুম্বই: গতকালই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) নতুন ছবি 'সর্দার উধম' (Sardar Udham)। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক সুজিত সরকার। আর এই ছবিতে কাজের সুযোগ পেয়ে পরিচালককে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতা ভিকি কৌশল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিকি কৌশল লিখেছেন, 'ধন্যবাদ সুজিত স্যর। এই ছবিতে আমার কথা ভাবার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ছবিতে কাজের অভিজ্ঞতা পরবর্তীকালে আমাকে অনেক সমৃদ্ধ করবে।' 


আরও পড়ুন - ভিকি কৌশল 'বিশুদ্ধ প্রতিভা', সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ক্যাটরিনার


'সর্দার উধম' ছবিতে অভিনয়ের জন্য শুরু থেকেই প্রশংসিত হচ্ছেন ভিকি কৌশল। তাঁর কেরিয়ারে অন্যতম হয়ে থাকতে চলেছে সুজিত সরকার পরিচালিত এই ছবি। তবে, 'সর্দার উধম' ছবিটি দুজন 'বন্ধু'কে উতসর্গ করেছেন ভিকি কৌশল। এদিন তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন যে, 'দুজন বন্ধুকে ছবিটা উতসর্গ করতে চাই। যাঁদের আপনারা চিরকাল জীবিত থাকতে দেখতে চাইতেন। একজন সর্দার উধম সিংহ। অন্যজন ইরফান সাব।' শুধু আবেগঘন পোস্টই নয়, তার সঙ্গে ভিকি কৌশল ছবির শ্যুটিং সেটের ছবিও পোস্ট করেছেন। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নাকি সিনেমাহলে, তা নিয়ে বেশ কিছু জল্পনা শোনা যাচ্ছিল। তবে, গত মাসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে ভিকি কৌশল জানিয়ে দিয়েছিলেন যে, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে।



আরও পড়ুন - 23 Years Of Kuch Kuch Hota Hai: 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ২৩ বছর পূর্তি, কাজলের লুক নিয়ে মজার গল্প মণীশ মলহোত্রর


আরও পড়ুন - Salman Khan Career: 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সলমন খান?


প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্কের কথা কান পাতলেই শোনা যায়। এবার 'সর্দার উধম' দেখে ভিকিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা।