স্যাম মানেকশর বা স্যাম বাহাদুর জন্ম ২৯১৪ সালে। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশর। ২০০৮ সালে তামিলনাড়ুতে মৃত্যু হয় তাঁর।
আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা ‘স্যাম’ –এর প্রযোজনা করছেন। স্যাম মানেকশরের মৃত্যুবার্ষিকীতে ভিকি-এ প্রথম লুক প্রকাশ করেন তিনিই। আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
‘স্যাম’ ছবিতে নিজের ফার্স্ট লুক টুইটারে শেয়ার করেছেন উচ্ছসিত অভিনেতাও। নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশরের ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি সম্মানিত ও গর্বিত।
ভিকি কৌশলের বাবা অ্যাকশান ডিরেক্টর শ্যাম কৌশল ছেলের এই নতুন লুকের প্রশংসা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘কলেজ জীবনে আমার হিরো ছিলেন স্যাম মানেকশর। আমি ভাবতে পারিনি আমার ছেলে কোনোদিন এই চরিত্রে অভিনয় করবে।’
ছবি নিয়ে উৎসাহী পরিচালক মেঘনা গুলজারও। এই নিয়ে ভিকির সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন মেঘনা।
আপাতত সুজিত সরকারের 'উধম সিংয়'-র কাজে ব্যস্ত ভিকি কৌশল। মেঘনা গুলজার সবে শেষ করেছেন ‘ছপক’-এর শ্যুটিং। ভিকি লেখেন, ‘আমরা নির্ভীক দেশপ্রেমিক ও ভারতের প্রথম ফিল্ড মার্শালের কাহিনী পর্দায় এগিয়ে নিয়ে যেতে আগ্রহী’। অন্যদিকে নেট দুনিয়ায় ভাইরাল মানেকশরের চরিত্রে ভিকির ছবি। ভিকির নতুন লুকের ঝলকে ঘায়েল তাঁর তামাম ভক্তকুল।