ম্যাঞ্চেস্টার: গত দু’ম্যাচে ব্যাটিং ভাল হয়নি। তা সত্ত্বেও দল জিতেছে। যে কোনও পরিস্থিতি থেকে জিততে পারি। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করার পর এই মন্তব্যই করলেন প্রত্যয়ী বিরাট কোহলি।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে জয়ের চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৬৮ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে ১৪৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, গতকালই আমরা একদিনের র্যাঙ্কিংয়ে ফের এক নম্বর হয়েছি। সত্যি বলতে কি, বেশ কিছুদিন ধরেই সেইমতো ক্রিকেট খেলছি। ব্যাট হাতে গত ২ ম্যাচে নিজেদের চেনা ছন্দে হয়ত খেলতে পারিনি। তবে তা সত্ত্বেও জিতেছি। যেটা ভীষণই ভাল ব্যাপার। এদিনের পরিস্থিতিও আফগানিস্তান ম্যাচের মতোই ছিল। তবে, গত ম্যাচে আমরা ঠিকমতো ক্যালকুলেট করিনি, যেটা এই ম্যাচে করেছি।
নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, আমার কাজ হচ্ছে, পরিস্থিতি দ্রুত বুঝে সেই মতো খেলা। এদিন ৭০ শতাংশ রান আমি এক-দুই দৌড়ে করেছি। কারণ, এটাই এই পিচে সবচেয়ে ভাল উপায়।
আফগানিস্তার ম্যাচের মতো এদিনও ধোনির মন্থর ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদিও, বিরাট এসবকে আমল দিতে নারাজ। তাঁর মতে, ধোনি দারুন নিয়ন্ত্রিত ইনিংস খেলেছে। তিনি বলেন, আমার মনে হয় হার্দিক দারুন খেলেছে। ধোনি দারুন ইনিংস শেষ করেছে। এই পিচে ২৭০ রান সহজ নয়। ধোনিকে নিয়ে কোহলি বলেন, ও জানে ওকে কী করতে হবে। যে কারওরই বাজে দিন থাকে। ধোনির একটা বাজে দিন থাকলে, সকলেই কথা শুরু করে দেয়।
কোহলি যোগ করেন, ধোনি জানে টেল-এন্ডারদের সঙ্গে কী করে ব্যাট করতে হয়। ওর অভিজ্ঞতা ১০ বারের মধ্যে ৮ বার কাজে লাগে। কোহলির দাবি, মাহির মতো পিচ কেউ পড়তে পারে না। তিনি বলেন, ও যদি বলে দেয় যে এই পিচে ২৬৫ ভাল স্কোর, আমরা কখনই ৩০০ রানের জন্য ঝাঁপাই না। কারণ, তাতে ২৩০ রানেই আটকে যেতে হতে পারে। পূর্বসূরীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ধোনি হল লেজেন্ড। আশা করি, ও তেমনই থাকবে।
‘ধোনি হল লেজেন্ড’, ম্যাচ শেষে বললেন কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jun 2019 11:17 PM (IST)
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে জয়ের চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৬৮ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে ১৪৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -