সিনেমার পরিচালক সানি দেওল এই গানের ভিডিও লিংক তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এমন একটি গান যা আপনাকে মোহিত করবে! উপভোগ করুন পল পল দিল কে পাস-এর প্রথম গান’।
এই গানের দৃশ্যে দেখা গিয়েছে দুই নবাগত অভিনেতা করণ ও সাহেরকে। গানটিতে সুর দিয়েছেন সাচেত পরম্পরা, গীতিকার সিদ্ধার্থ ও গরিমা। অ্যাশ কিং ও মোনালি ঠাকুর গানটি গেয়েছেন।
প্রকাশিত হওয়ার এক ঘন্টার মধ্যেই গানের ভিডিও ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে।
ধর্মেন্দ্রর ১৯৭৩-র হিট সিনেমা ‘ব্ল্যাকমেল’-এর জনপ্রিয় গান থেকে নামকরণ হয়েছে করণের প্রথম সিনেমার ।