নয়াদিল্লি: বলিউড অভিনেতা সানি দেওলের ছেড়ে করণ দেওল ও সাহের বাম্বার আসন্ন সিনেমা ‘পল পল দিল কে পাস’ সিনেমার ‘হো জা আওয়ারা’ গান রিলিজ হল।
সিনেমার পরিচালক সানি দেওল এই গানের ভিডিও লিংক তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এমন একটি গান যা আপনাকে মোহিত করবে! উপভোগ করুন পল পল দিল কে পাস-এর প্রথম গান’।



এই গানের দৃশ্যে দেখা গিয়েছে দুই নবাগত অভিনেতা করণ ও সাহেরকে। গানটিতে সুর দিয়েছেন সাচেত পরম্পরা, গীতিকার সিদ্ধার্থ ও গরিমা। অ্যাশ কিং ও মোনালি ঠাকুর গানটি গেয়েছেন।
প্রকাশিত হওয়ার এক ঘন্টার মধ্যেই গানের ভিডিও ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে।
ধর্মেন্দ্রর ১৯৭৩-র হিট সিনেমা ‘ব্ল্যাকমেল’-এর জনপ্রিয় গান থেকে নামকরণ হয়েছে করণের প্রথম সিনেমার ।