ঢাকা: অসমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর এনআরসি নিয়ে এই মন্তব্য করেছেন। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েও ভারতের অবস্থানে কোনও বদল হয়নি বলে জানিয়েছেন জয়শঙ্কর।

আজ প্রথমে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের বিদেশমন্ত্রী। এরপর তিনি মোমেনের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে দুই বিদেশমন্ত্রীই জানান, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। বেশিরভাগ বিষয়েই দু’পক্ষ একমত হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার ট্যুইট করে জানিয়েছেন, ‘অক্টোবরে শেখ হাসিনার নয়াদিল্লি সফরের দিকে তাকিয়ে আছে ভারত।’