নয়াদিল্লি: বলিউডে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিয়া ভট্ট। ‘রাজি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর আলিয়া এখন জোয়া আখতারের আগামী সিনেমা ‘গালি বয়’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।এই সিনেমাতে দেখা যাবে রণবীর সিংহকেও। ‘হাইওয়ে’ অভিনেত্রী এখন গোয়ালিয়রে অভিষেক বর্মনের ‘কলঙ্ক’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার একটি ফাঁস হয়ে যাওয়া ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
ভিডিওটি একটি গানের দৃশ্যের ঝলক। গানের শ্যুটিংয়ে আলিয়াকে ঘাগরা চোলিতে দেখা গিয়েছে। দেখুন সেই ভিডিও-





‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে বরুণ ধবনকে। শ্যুটিংয়ের শেষে তিনি একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছেন। ‘সুই ধাগা’ অভিনেতা আলিয়ার সঙ্গে চতুর্থবার কাজ করছেন। আলিয়া ও অন্যান্য সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করে যে তিনি দারুণ উচ্ছ্বসিত, তা জানিয়েছেন বরুণ।
‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে সঞ্জয় দত্ত, মাধুরী দিক্ষীত, সোনাক্ষী সিনহা ও আদিত্য রায় কপূরের মতো শিল্পীদেরও। সিনেমাটি আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে।

কলঙ্ক' ও 'গালি বয়' ছাড়াও আলিয়াকে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তখত’ সিনেমাতেও দেখা যাবে।