যখন করিনা কপূরকে মানুষী ছিল্লার জানাচ্ছেন নিজের আগামী বিয়ের সিক্রেট, দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 14 Apr 2018 12:20 PM (IST)
মুম্বই: বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার নাকি এবার বিয়ের চিন্তা করছেন। আর নিজের মনের কথা তিনি জানাচ্ছেন করিনা কপূরের সঙ্গে! ড্রিম ওয়েডিংয়ের কথা শুনেই করিনার মাথাতেও আবার নতুন করে বিয়ের চিন্তা খেলছে। মানুষীই বলছেন, কিন্তু বিয়ে কো হয়ে গিয়েছে আপনার! অবাক হচ্ছেন নিশ্চয়! আসলে একটি গয়নার দোকানের বিজ্ঞাপনে মানুষী ও করিনাকে এভাবেই দেখা গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। দেখুন করিনা ও মানুষীর বিয়ের আলোচনার ভিডিও [embed]https://www.instagram.com/p/Bhfs1-yFKL1/?utm_source=ig_embed[/embed]