নয়াদিল্লি: ফেসবুকে মধুচক্রের ফাঁদ। আর তাতেই পা দিয়েছেন অন্তত ৫০ জন সেনা জওয়ান। সেনা গোয়েন্দা দফতর সূত্রে এ খবর এসেছে। ১ জওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, অন্যদের ব্যাপারেও তদন্ত করছে সেনা।

ধৃত জওয়ানের নাম সম্বির। রাজস্থানের জয়শলমীরে কর্মরত এই জওয়ানের সঙ্গে আনিকা চোপড়া নামে এক মহিলার আলাপ হয় বলে অভিযোগ। আনিকা বলে, সে সেনাবাহিনীতে নার্সের চাকরি করে, কাজ করে গুজরাতে। সেনা তদন্তে নেমে দেখেছে, শুধু সম্বিরই নয়, এমন আরও জনাপঞ্চাশেক সেনাকর্মীর সঙ্গে একইভাবে যোগাযোগ রাখে সে।

জানা গিয়েছে, ও ফেসবুক প্রোফাইল পাকিস্তানের কোনও গোপন সংস্থার, পাকিস্তান থেকেই সেটি অপারেট করা হয়। অভিযোগ, ফাঁদে পা দিয়ে সেনা সম্পর্কে বেশ কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য আর ভিডিও তার কাছে পাচার করে সম্বির। রাজস্থানে সেনার গোপন মহড়ার তথ্য, পাকিস্তান সীমান্তে সেনা ও অর্জুন ট্যাঙ্কের অবস্থান সংক্রান্ত খবর জানিয়ে দিয়েছে সে। সেনা তদন্ত করে দেখছে, অন্যান্য জওয়ানরাও কোনও গুরুত্বপূর্ণ খবর এই জাল অ্যাকাউন্টধারী ব্যক্তিকে জানিয়েছেন কিনা।