পানাজি: মারগাঁও শহরে স্থানীয় একটি টুর্নামেন্টে খেলার সময় মাঠেই লুটিয়ে পড়লেন গোয়া দলের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার।তারপর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে মৃত্যু হল ৪৬ বছরের ক্রিকেটার রাজেশ ঘোড়গের। গত রবিবারের ম্যাচে ৩০ রান করে নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন তিনি। ওই সময়ই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। টুর্নামেন্টের আয়োজক মারগাঁও ক্রিকেট ক্লাবের সচিব পূর্ভ ভেমরে এ কথা জানিয়েছেন।
মাটিতে লুটিয়ে পড়ার সময় রাজেশকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মারগাঁও শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজেশকে মৃত ঘোষণা করা হয়।
ভেমরে জানিয়েছেন, গোয়ার হয়ে দুটি রঞ্জি ম্যাচ খেলেছেন রাজেশ। সেই সঙ্গে ১৯৯০-র দশকে বেশ কিছু একদিনের ম্যাচে রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এর আগে অতীতে তাঁর এ ধরনের কোনও শারীরিক অসুস্থতার কোনও খবর নেই।
ভামরে জানিয়েছেন, প্রত্যেকদিনই রাজেশ ক্রিকেট খেলতেন। রবিবার যে ঘটনা ঘটেছে, তাতে তাঁরা মর্মাহত বলে জানিয়েছেন ভামরে।
ব্যাটিং করার সময় লুটিয়ে পড়লেন গোয়ার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার, পরে হাসপাতালে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jan 2019 01:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -