এই অভিনেতা তথা কমেডিয়ান জানালেন যে, তাঁকে আগামী ১৩ এপ্রিল আইপিএলের ম্যাচে ইউসি নিউজ অ্যাপের জন্য কমেন্ট্রি করতে দেখা যাবে। সুনীল সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি যা বলেছেন, তার থেকে স্পষ্ট তাঁর সঙ্গে দেখা যাবে সানি লিওনকে। সুনীল জানিয়েছেন, ওই লাইভ কমেন্ট্রিতে তাঁর সঙ্গে থাকবেন ‘বেবি ডল’, ‘লায়লা’। আসলে এই নামগুলি সানি লিওনের হিট জনপ্রিয় গান।
আগামী ১৩ এপ্রিল আইপিএলের ওই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে।