নয়াদিল্লি: বলিউডের অভিনেতা বরুণ ধবনের অভিনয় দক্ষতা সবারই জানা। কমেডিতেও সিদ্ধহস্ত তিনি। এবার নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে। নৃত্য শিক্ষকের ভূমিকায়। পেশাদার কুস্তিগীর শার্লট ফ্লেয়ারকে নৃত্যের পাঠ শেখালেন তিনি। ভিডিও দেখে দেখে মনে হয়েছে, একটি জিমেই বরুণের কাছে ডান্স স্টেপ শেখার চেষ্টা করলেন শার্লট। তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেছেন। বরুণের তালে তাল মেলাতে না পেরে হেসে ফেলেন শার্লট।




ভিডিও শেয়ার করে শার্লট রসিকতার ছলে লিখেছেন, বলিউডের ডান্স মুভ শিক্ষা..বলিউডের জন্য আমাকে তৈরির জন্য বরুণকে ধন্যবাদ।
ওই ভিডিও শেয়ার করে বরুণ শার্লটের প্রশংসা করেছেন।




কয়েকদিনের জন্য ভারতে রয়েছেন ডব্লুডব্লুই কুস্তিগীর শার্লট।

বরুণ বর্তমানে কুলি নম্বর ১ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় সারা আলি খানের বিপরীতে দেখা যাবে তাঁকে।
এছাড়াও তাঁকে রেমো ডিসুজার স্ট্রিট ড্যান্সার ৩ডি সিনেমাতেও দেখা যাবে। এই সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর। আগামী বছরের জানুয়ারিতে সিনেমা মুক্তি পাবে।