নয়াদিল্লি: সাম্প্রতিক 'বয়কট বলিউড' (Boycott Bollywood) ঝড়ের মধ্যেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে (Vijay Deverakonda and Ananya Panday) অভিনীত 'লাইগার' (Liger)। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের কারণে বয়কটের নিশানায় এসেছে এই ছবিও। প্রসঙ্গত, এটি বিজয় দেবেরাকোন্ডার প্রথম বলিউড ছবি। আর তার মধ্যেই ভাইরাল হল 'লাইগার' প্রসঙ্গে করা বিজয়ের পুরনো একটি ট্যুইট (viral tweet)। কী লিখেছিলেন সেখানে অভিনেতা?
বিজয় দেবেরাকোন্ডার পুরনো ট্যুইট ভাইরাল
সূত্রের খবর, 'লাইগার' ছবির ডিজিট্যাল মুক্তির জন্য নির্মাতাদের ২০০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল যা তাঁরা প্রত্যাখান করেন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে বড়পর্দায় ছবির মুক্তি চেয়েছিলেন তাঁরা। সেই মতোই আজ ছবি মুক্তিও পাচ্ছে। তবে ওটিটির অফারের খবরই এবার ভাইরাল।
প্রায় এক বছর আগে একটি পোস্ট শেয়ার করেন ছবির অভিনেতা বিজয়। সেখানে উল্লেখ করা ছিল ওটিটি রিলিজের জন্য ২০০ কোটি টাকার অফার পেয়েছে এই ছবি। 'নির্মাতারা এই অফার পাওয়ার পর মুক্তির ব্যাপার ভেবে দেখছেন', লেখা রয়েছে পোস্টে। সেই পোস্ট ট্যুইট করে বিজয় লেখেন, 'খুবই কম। থিয়েটারে এর থেকে বেশি উপার্জন করব আমি।'
প্রসঙ্গত, এই সময়ে 'বয়কট বলিউড' ট্রেন্ডের নিশানায় রয়েছেন খোদ বিজয়ও। 'লাইগার' ছবিটিকে নিশানা করার অন্যতম কারণ প্রযোজক ও পরিচালক কর্ণ জোহরের এই ছবির সঙ্গে সংযোগ। তবে বিজয় দেবেরাকোন্ডা, একটি সাম্প্রতিক প্রেস ইভেন্টে, বলেন যে সমস্ত কঠোর পরিশ্রম এবং 'হৃদয়, আত্মা' ছবিটিতে ঢালার পর তাঁর ভয় পাওয়ার কিছু নেই।
তাঁর কথায়, যখন আপনি নিজে জানেন যে আপনি সঠিক, তখন কারও কথায় কান দিতে নেই। দক্ষিণী সুপারস্টার আরও বলেন যে তাঁরা জনগণ এবং দেশের জন্য কতটা করেন এবং তিনি কম্পিউটারের সামনে বসে ট্যুইট করা মানুষদের তালিকায় নেই।
আরও পড়ুন: Kolkata Chalantika: মুক্তি পেল পাভেলের 'কলকাতা চলন্তিকা', শুভেচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
'লাইগার' ছবিতে প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে। রামিয়া কৃষ্ণণ, রণিত রায় এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন। পুরী জগন্নাদের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বক্সিং তারকা মাইক টাইসনকেও।