কলকাতা: নিজের অভিনয় প্রতিভার জোরেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বিজয় বর্মা (Vijay Varma)। কিন্তু এই পথটা সহজ ছিল না তাঁর জন্য। কখনও কখনও লড়াইটা করতে হয়েছে পরিস্থিতির সঙ্গে, কখনও আবার নিজের সঙ্গেই নিজেকে। নিজের এই সমস্যার কথা কখনও মুখ ফুটে বলেননি অভিনেতা। তবে সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে আনলেন সেই কথাই। 


সদ্য অভিনেতা বিজয় বর্মা জানিয়েছেন, তাঁর শরীরে শ্বেতী রয়েছে। কখনও কখনও তাঁর মনে হয়েছে, সেই শ্বেতীর জন্যই তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু আদৌ তা হয়নি। শুধু তাই নয়, বিজয় কখনও তাঁর ত্বকের এই সমস্যার জন্য কোনও নেতিবাচক মন্তব্যও শুনতে পাননি। আর সেই কারণেই নিজের ত্বকের এই সমস্যাকে আর লুকোতে চান না বিজয়।


সদ্য় ই-টাইমস্কে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেছেন, 'আমি অভিনয়ের সময় রূপটানের মাধ্যমে আমার শ্বেতী ঢাকি। কারণ আমি চাই না দর্শক আমার অভিনয়ের বাইরে অন্য আর কিছুতে মন দিক। পর্দায় যদি দেখা যায় অভিনেতার গায়ে শ্বেতী, তাহলে সমস্ত মনযোগ সেইদিকেই চলে যাবে। আমি চাই দর্শক পর্দায় আমায় সেটুকুই দেখুক, যতটুকু আমি দেখাতে চাইছি। তবে পাবলিক অ্যাপিয়ারেন্সের সময় আমি শ্বেতী মেকআপ দিয়ে ঢাকি না। সাধারণভাবেই থাকি। একসময়ে মনে হত, এর জন্য হয়তো অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হবে। তবে এখন আমি বুঝেছি,, দর্শকেরা যথেষ্ট সংবেদনশীল। তাঁরা কেবলমাত্র ভাল অভিনয় বোঝে। আর সেই কারণেই আমি আমার শ্বেতী নিয়ে আর ততটা ভাবিত নই।'


বর্তমানে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন বিজয়। একটি ছবির সূত্রেই তাঁদের দুজনের আলাপ হয় ও সেখান থেকেই প্রেমের শুরু। নিজেদের প্রেম নিয়ে কখনোই রাখঢাক করেননি তমন্না বা বিজয় কেউই। বিজয়ের মনে আছে, তমন্না তাঁকে বলেছিলেন, বিজয়ই হল প্রথম সেই নায়ক, যাঁকে তমন্না অনস্ক্রিন চুম্বন করবেন। কথাটা শুনে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল বিজয়ের। সেই ছবি থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। এখন তাঁরা বলিউডের অন্যতম পাওয়ার কাপল।


 


আরও পড়ুন: Vicky Kaushal: বলিউডের 'পাওয়ার কাপল' ভিকি-ক্যাটরিনা, কিন্তু এই সমস্যায় জর্জরিত ভিকি নিজেই!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।