মুম্বই: ত্রিকোণ প্রেম-এর পটভূমিতে তৈরি বিক্রম ভট্টের বিতর্কিত ছবি ‘লভ গেমস’ পর্দায় আসার অপেক্ষায়। ছবির পরিচালকের বিশ্বাস ভারতীয় দর্শকেরা এখন ‘লভ গেমস’-এর মতো সাহসী ছবির জন্যে তৈরি। এই ছবির প্রচারে এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে বিক্রম ভট্ট জানিয়েছেন, তাঁর নিজের জীবনের বিভিন্ন গোপন সম্পর্কের কথা। সেখানেই তাঁর স্বীকারোক্তি একসময় তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে তাঁদের এই সম্পর্ক তৈরি হয়েছিল যখন তাঁরা দুজনেই কুড়ির কোঠায় ছিলেন। তিনি এও জানান, সেসময় দুজনেই মারাত্মক অপরিণত ছিলেন বিবাহবহির্ভূত সম্পর্কের মতো জটিল বিষয়কে কীভাবে মোকাবিলা করা যায় সেব্যাপারে।
বিক্রমের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, পত্রলেখা, গৌরব আরোরা এবং তারা আলিশা। বিক্রম জানিয়েছেন, এখানেও পত্রলেখার চরিত্রটি একজন জনপ্রিয় সমাজকর্মীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে। যদিও কে সেই নারী, সেবিষয় মুখ খোলেননি পরিচালক।
সুস্মিতা সেনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিক্রম ভট্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2016 08:30 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -