নয়াদিল্লি: আজ বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশনের (Hrithik Roshan) জন্মদিন। সিনেপ্রেমীদের হার্টথ্রবের জন্মদিন, চারিদিক থেকে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে স্বাভাবিকভাবেই। তবে এই বিশেষ দিনে অনুরাগীদেরও উপহার দিয়েছেন অভিনেতা। তাঁর আগামী ছবির নির্মাতারা আগেই ঘোষণা করেছিলেন যে হৃতিকের জন্মদিনেই মুক্তি পাবে 'বিক্রম বেদ' (Vikram Vedha) ছবিতে তাঁর প্রথম লুক (First Look)। যেমন কথা, তেমন কাজ। ছবিতে 'বেদ' চরিত্রে কেমন লাগবে অভিনেতাকে দেখে নিন!
'বেদা' হিসেবে প্রথম লুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করলেন অভিনেতা নিজেই। ছবিতে মুখভর্তি দাড়ি-গোঁফে বেশ রুক্ষ ও কঠোর ভাব চোখে পড়ছে অভিনেতার মুখে। সেই সঙ্গে চোখে সানগ্লাস, উশকোখুশকো চুল এবং মুখে রক্ত। পরনে কালো ভি-গলা কুর্তা দেখা যাচ্ছে। গলায় কালো কারও পরে থাকতে দেখা গেল। ছবিটি পোস্ট করে অভিনেতা হিন্দি ও ইংরেজিতে লেখেন 'বেধা'। ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভরেছে তাঁর পোস্ট।
এই ছবিতে হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে সেফ আলি খান ও রাধিকা আপ্তেকে। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'বিক্রম বেদ'-এর রিমেক এটি। ওই ছবিতে আর. মাধবন ও বিজয় সেতুপথি ছিলেন। তামিল ছবির মতোই হিন্দি 'বিক্রম বেদ'-এর পরিচালনা করবেন পুষ্কর ও গায়ত্রী।
আরও পড়ুন: Farah Khan Birthday: ফারাহ খানের জন্মদিনে অনিল কপূরের শুভেচ্ছাবার্তা নজর কাড়ছে
ভারতীয় লোককাহিনি 'বিক্রম ও বেতাল'-এর উপর ভিত্তি করে নির্মিত একটি নতুন ধরনের অ্যাকশন থ্রিলার সিনেমাটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলে যে একজন গ্যাংস্টারকে খুঁজে বের করতে এবং হত্যা করতে উদ্যোগী হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে হৃত্বিক রোশনের। প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। এই ছবিতে রয়েছেন অনিল কপূরও।