কলকাতা: মায়ানগরীর ঢেউ এসে লাগল তিলোত্তমাতেও।  'বিক্রম বেদা' (Vikram Vedha)-র ট্রেলার মুক্তি পেয়েছে আজ। মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঋত্বিক রোশন ও রাধিকা আপ্তে (Hrithik Roshan and Radhika Apte)। আর কলকাতাতেও আয়োজন করা হয়েছিল ছবির ট্রেলারের বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেও হাজির ছিলেন ছবির সঙ্গে যুক্ত মানুষেরা।


'একটা গল্প বলি স্যর? ধৈর্য্য ধরে, মন দিয়ে শুনবেন। এবার কেবল আনন্দই পাবেন না.. অবাকও হবেন..' হাড় হিম করা ঠান্ডা কন্ঠস্বর। টিজারের শুরুটা হয়েছিল এভাবেই। আর ট্রেলারের শেষেও রইল এই একই সংলাপ। কেবল সেখানে রইল সইফ আলি খানের প্রশ্ন, 'তোমার খেলাটা ঠিক কী?' ততোধিক ঠাণ্ডা গলায় ঋত্বিকের উত্তর, 'সেটাই তো আপনাকে খুঁজে বের করতে হবে স্যার।' প্রায় ৩ মিনিটের ট্রেলারের প্রায় গোটাটা জুড়েই রইলেন ঋত্বিক রোশন আর সইফ আলি খান (Saif Ali Khan)। নিজস্ব জায়গা বজায় রাকলেন রাধিকা আপ্তেও। আর ট্রেলারের শেষে কেবল ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কেবল কি সাদা আর কালোই হয় পৃথিবীতে? নাকি তার মধ্যেও কিছু লুকিয়ে থাকে.. ধূসর কিছু?


আরও পড়ুন: Dev Ishaa: শ্যুটিং থামিয়ে হঠাৎ দেদার ফুচকা খাওয়া, ডায়েট ভুলেছিলেন দেব-ইশা!


পুষ্কর গায়ত্রী পরিচালিত 'বিক্রম বেদা' ছবিটি মুক্তি পাবে আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর। এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা।