মুম্বই: অভিনয়জীবনের খ্যাতির শীর্ষে থেকেও 'ঘরে ফেরার' কথা জানালেন বিক্রান্ত ম্যাসি। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। 'টুয়েলভথ ফেল', 'সবরমতী রিপোর্ট' পরপর জনপ্রিয় সব ছবিতে অভিনয় করছেন তিনি। কিন্তু এরই মাঝে সমাজমাধ্যমে ডিসেম্বরের প্রথম দিনেই বিক্রান্ত (Vikrant Massey) ঘোষণা করেন যে উপযুক্ত সময় না আসা পর্যন্ত ২০২৫-এর পর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নেবেন। কিন্তু কেন এই বিরতি, সেই কারণ খোলসা করেননি অভিনেতা। আর জনপ্রিয় অভিনেতার অবসর ঘোষণার পোস্টকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। কিন্তু তারপরেই নেটিজেনদের 'ভুল' ধরিয়ে দেন অভিনেতা। স্পষ্ট জানান যে অভিনয় থেকে অবসর নিচ্ছেন না তিনি, শুধুমাত্র ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ার কারণে দীর্ঘ বিরতিতে যেতে চাইছেন, নিজের স্বাস্থ্য এবং পরিবার তাঁর কাছে সবার আগে প্রাধান্যের।


'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) জানিয়েছেন, 'আমি শুধু অভিনয়টাই পারি। আর এই অভিনয় থেকেই আমি সমস্ত কিছু পেয়েছি এই জীবনে। আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুব একটা ভাল নেই। তাই আমি কিছুটা সময় বিরতি চাইছি। আমার শিল্পকে আরও উন্নত করতে চাই আমি। এই সময় সবকিছুই কেমন একঘেয়ে লাগছে আমার কাছে।' তিনি এও জানান যে তাঁর সমাজমাধ্যমের পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে তিনি অভিনয় থেকেই অবসর গ্রহণ করছেন। "আমি কেবলমাত্র আমার স্বাস্থ্য এবং পরিবারের জন্য সময় দিতে কিছুটা সময় বিরতি চেয়েছি। সঠিক সময়ে এলে আমি আবার ফিরব।"


সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, নিজেকে নতুন করে তৈরি করার সময় হয়েছে। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তিনি উল্লেখ করেছেন, ২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে। শেষ ২টি ছবি ও প্রচুর মুহূর্ত রয়েছে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো। সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার সম্মান পেয়েছেন।



ঠিক যেদিন এই অবসরের ঘোষণা করেন বিক্রান্ত, সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একত্রে বসে তিনি দেখেন তাঁরই অভিনীত ছবি 'দ্য সবরমতী রিপোর্ট'। আর সংবাদমাধ্যমে জানান যে এটিই তাঁর জীবনের, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা একটি দিন। তাঁর কথায়, 'আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।'


আরও পড়ুন: Iman Chakraborty: অস্কার মনোনয়নে ইমনের বাংলা গান, অভিনন্দন জানালেন লগ্নজিতা, অনুরাগীরা