ব্রতদীপ ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, আমদাবাদ: দেশের ইতিহাসে অন্য়তম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল রাতে প্রথম দফার উদ্ধারকাজ শেষ হয়েছে। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। আমদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

উদ্ধারকাজে নেমেছে সেনা এবং NDRF। তাদের সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের সামনে রাস্তার ওপর এখনও পড়ে আছে ভেঙে পড়া বোয়িং বিমানের ডানা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্য়েই চলছে তল্লাশি। উদ্ধার হওয়া দেহ শনাক্ত করা বেশ কঠিন। তার জন্য রাতভর হাসপাতালে হয়েছে DNA নমুনা সংগ্রহ। 

এদিন প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যাবেন হাসপাতালে, যেখানে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক-পড়ুয়ারা ভর্তি রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করার পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। গতকাল আমদাবাদের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। দেখা করেন অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া ওই বিমানযাত্রীর সঙ্গে। পাশাপাশি এই বিমান দুর্ঘটনায় মৃ্ত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। এদিন নরেন্দ্র মোদি দেখা করতে পারেন তাঁর পরিবারের সঙ্গেও। 

আমদাবাদে বিমান দুর্ঘটনাস্থলে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ১৫০ কিলোমিটার আগে থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। ওই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার গড়া হল টিম। আমদাবাদে পৌঁছল ব্রিটেনের বিশেষজ্ঞ দল। সাতসকালে দুর্ঘটনাস্থলে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার CEO। তবে কীভাবে আমদাবাদে বিমান বিপর্যয় ঘটল কী করে? এই উত্তর মিলতে পারে বিমানের 'ব্ল্য়াক বক্স' থেকেই। 

বিশেষজ্ঞরা বলছেন, DGCA, ব্য়ুরো অফ সিভিল অ্য়াভিয়েশন, এয়ার ইন্ডিয়া ও বিমান নির্মাণকারী সংস্থা 'বোয়িং'। এই বিমান বিপর্যয়ের তদন্ত করবে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যেহেতু ব্রিটেনের একাধিক নাগরিকের মৃত্য়ু হয়েছে, তাই তদন্তে ভারতকে সাহায্য় করবে তারাও। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের অ্য়াকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বা AAIB ভারতের এয়ারক্র্য়াফট ইনভেস্টিগেশন ব্য়ুরোকে সাহায্য় করার জন্য় সরকারিভাবে প্রস্তাব দিয়েছে। এই তদন্তে UK AAIB বিশেষজ্ঞর ভূমিকায় থাকবে। ভারতীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য় করার জন্য় ব্রিটেনের তরফে একাধিক তদন্তকারী দল পাঠানো হবে।