নয়া দিল্লি: শুক্রবার ভোর হতে না হতেই ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার খবর নিশ্চিত হল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানে জারি হয়েছে জরুরি অবস্থা। এই হামলার সময়ই বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান। রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

এদিকে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার সে দেশের স্কুলগুলো বন্ধ থাকবে। তবে কী ধরনের আঘাত ইজরায়েল হেনেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। 

ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএএফ জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইতিমধ্যে হামলার বিষয়ে আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলা মূলত আত্মরক্ষার জন্য। নিজেদের রক্ষা, নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশেই এই পূর্বপ্রস্তুতিমূলক হামলা। 

ইজরায়েল এখনও পর্যন্ত বলেছে যে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও পশ্চিম তেহরানের চিটগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেছেন অনেকে। ওই এলাকায় অবশ্য কোনও পরমাণু ঘাঁটি নেই বলে দাবি করা হয়েছে।

এদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে, যেখানে লেখা আছে, "ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে ইসরায়েলি প্রশাসন এবং হোম ফ্রন্ট কমান্ড (oref.org.il/eng) কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। অত্যন্ত প্রয়োজন ছাড়া দেশের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।"          

অন্যদিকে, ইরানি হামলার আশঙ্কা দূর করতে, যত সময় লাগবে, ততদিন পর্যন্ত চলবে অভিযান, সাফ জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। এদিকে দিন কয়েক আগেই ডোনাল্ড ট্রাম্প আগাম সতর্কবাণী দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শীঘ্রই ভয়াবহ সংঘাত দেখা যেতে পারে।