কলকাতা: ডিসেম্বরের প্রথম সকালেই সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত ম্যাসি জানিয়েছেন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অভিনয় থেকে সাময়িক অবসর নিতে চলেছেন তিনি। ২০২৫ সালেই তাঁকে আপাতত শেষ বারের মতো দেখা যাবে পর্দায়। যে কাজগুলির সঙ্গে তিনি ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছেন, শেষ করবেন সেগুলি। এরপরে আর পর্দায় দেখা যাবে না তাঁকে। তবে অবসরের শেষ দিনটিও বেশ মনে রাখার মতো হয়ে উঠল বিক্রান্ত ম্যাসির জন্য। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে তিনি দেখলেন তাঁরই অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' (‘The Sabarmati Report’)।
এদিন, এই ছবিটি দেখার পরে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধন্যবাদ দেন ও প্রশংসা করেন নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা দেখে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খুব ভাল করে গল্পটা বলা হয়েছে। আর হ্যাঁ, গল্পের মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এসেছে। আর সেটা এভাবেই যাতে সাধারণ মানুষ কথাগুলো বুঝতে পারেন। মিথ্যে কথা খুব কম সময়ের জন্যই থাকে। আসল ঘটনা কখনও না কখনও সামনে বেরিয়ে আসেই।' একই সুরে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনিও বলেছেন যে এই ছবির মাধ্যমে অবশেষে গোধরাকাণ্ডের সত্যিটা বাইরে বেরিয়ে এসেছে।
অন্যদিকে আজকের দিনটাকে বিক্রান্ত ম্য়াসি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা একটি দিন বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, 'আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।' এদিন নরেন্দ্র মোদি বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার প্রশংসা করেন। অন্যদিকে, অভিনেতা পয়লা ডিসেম্বরই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন বিক্রান্ত ম্যাসি। বলেন, উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত তিনি বিরতিতে থাকবেন। চলচ্চিত্র থেকে সাময়িক অবসরের কারণ তিনি স্পষ্ট করেননি
আরও পড়ুন: Sobhita Dhulipala: বিয়ের আগেই ওজন ঝরাতে চান? মেনে চলুন শোভিতার জীবনযাত্রার এই নিয়মগুলি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।