মুম্বই: ভাল অভিনেতা হিসেবে সুনাম থাকলেও, বিতর্ক পিছু ছাড়ে না কিছুতেই। বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালে থাকলেও, ফের খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এবার নিজের ধর্ম বিশ্বাস ও পরিবার জীবন নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, ছেলের জন্মের শংসাপত্রে ধর্ম উল্লেখ করার জায়গাটি ফাঁকাই রেখেছেন তিনি। (Bollywood News)

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিক্রান্তের ছেলে বরদানের জন্ম হয়। সেই থেকে স্ত্রী শীতল এবং বরদানকে নিয়েই ‘ফ্যামিলি টাইম’ কাটাচ্ছন বিক্রান্ত। অভিনয় থেকেও সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। বিশেষ করে নিজের ধর্মবিশ্বাস, ধর্ম সম্পর্কে নিজস্ব ধারণা তুলে ধরেছেন। (Vikrant Massey)

নিজের অবস্থান বোঝাতে গিয়ে বিক্রান্ত বলেন, “ছেলের জন্মের শংসাপত্রে ধর্ম উল্লেখের জায়গাটি ফাঁকা রেখেছিলাম আমরা। সরকার যখন শংসাপত্রটি পাঠাল, ওই জায়গায় কোনও ধর্মের উল্লেখ ছিল না। অর্থাৎ সরকারি লিখতে বলছে না। আপনার উপরই সবকিছু নির্ভর করছে। জন্মের শংসাপত্রটি হাতে পেয়ে ধর্মের জায়গাটিতে একটি রেখা টেনে দিই আমি। ধর্মবিশ্বাসের নিরিখে ও যদি মানুষ বিচার করে, আমার মন ভেঙে খান খান হয়ে যাবে। আমি সেভাবে বড় করছি না ওকে।”

ধর্মবিশ্বাস যার যার নিজস্ব ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ধর্মাচারণের অধিকার রয়েছে বলেও মত বিক্রান্তের। তিনি বলেন, “আমার মতে, ধর্ম হল ব্যক্তিগত পছন্দ। জীবনধারণের একটি দিক। প্রত্যেকের নিজস্ব ধর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। আমার বাড়িতে সব ধরনের ধর্ম রয়েছে। আমার মনে হয়, ধর্ম মানুষের তৈরি। আমি পুজোও করি, গুরুদ্বারও যাই, দরগাও যাই। সবেতেই শান্তি পাই আমি।”

ধর্মবিশ্বাস নিয়ে আগেও মুখ খুলেছেন বিক্রান্ত। তিনি জানান, বাবা খ্রিস্টান হলেও, তাঁর মা শিখ ধর্মাবলম্বী। মাত্র ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তাঁর দাদা। ২০২২ সালে অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিক্রান্ত। শীতল হিন্দু রাজপুত পরিবারের মেয়ে। তাঁদের বাড়িতে সব ধর্মেরই চল রয়েছে। বিক্রান্ত জানিয়েছেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করেন না।

সিরিয়াল থেকে কেরিয়ার শুরু করলেও, ছবিতে অভাবনীয় সাফল্য পেয়েছেন বিক্রান্ত। নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন যেমন, তেমনই সাফল্য পেয়েছেন বক্স অফিসে। কিন্তু সেই সঙ্গে বিতর্কও সঙ্গী হয়েছে তাঁর। বিশেষ করে দেশের স্বাধীনতাপ্রাপ্তি নিয়ে তাঁর মন্তব্যে কম জলঘোলা হয়নি। বিক্রান্তকে বলতে শোনা যায়, "বুঝতে হবে আমরা একটি তরুণ দেশ। ৭৬-৭৭ বছর হয়েছে মাক্র। শত শত বছর ধরে শোষণ চালিয়েছে মুঘল, ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশরা। 'সো কলড' স্বাধীনতা পেয়েছি, কিন্তু সত্যিই কি স্বাধীন হয়েছি আমরা? ঔপনিবেশিক শাসনের ঘোর রয়ে গিয়েছে। আমার মনে হয়, এতদিনে দেশে হিন্দুরা নিজের দেশের নিজের ধর্ম পরিচয় নিয়ে প্রশ্নের সুযোগ পেয়েছেন।" তাঁর ওই মন্তব্য নিয়ে জলঘোলা হতে সময় লাগেনি। সেই নিয়ে বিতর্কের মধ্যেই অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেন বিক্রান্ত।