বেঙ্গালুরু: রাধিকা আপ্তে অভিনীত ‘পার্চড’ মহারাষ্ট্রের গ্রামেও প্রশংসিত, সঙ্গে রাধিকার অভিনয়ও নজর কেড়েছে গ্রামের সাধারণ মানুষের। সেকথা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত ‘পার্চড’ ছবির অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে। অজয় দেবগন প্রযোজিত, লীনা যাদব পরিচালিত এই ছবিতে রাধিকার সঙ্গে কাজ করেছেন সুরভীন চাওলা এবং তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়েও।
উচ্ছ্বসিত রাধিকা এক সাক্ষাত্কারে জানান, তিনি যখন জানতে পারেন মহারাষ্ট্রের গ্রামের এক গ্রামবাসীর তাঁর কাজ ভাল লেগেছে, তখন অভিনেত্রীর মনে হয়েছে, তিনি আজ অভিনেত্রী হিসেবে সত্যিই সফল। রাধিকার কাছে জানতে চাওয়া হয়, এখনও অবধি এই বছরের সেরা ছবি ‘পিঙ্ক’ তিনি দেখেছেন কিনা, সেপ্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য প্রচারের কাজে এবং নিজের অন্য ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকায় তিনি সময় পাননি দেখার। তবে ‘পিঙ্ক’ তিনি অবশ্যই দেখবেন।
অভিনেত্রীর কাছে তাঁর আগামী ছবি প্রসঙ্গে জানতে চাওয়া হলে, রাধিকা জানান, এইমুহূর্তে তাঁর হাতে রয়েছে তিনটি ছবি। এরমধ্যে দুটো ভারতীয় ও বিদেশী প্রযোজকের যৌথ প্রযোজনার তৈরি দুটি ছবি। তার একটি হল ‘ঘুল’। ‘ঘুল’ ছবিতে একজন সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। এছাড়া আরও বড় ব্যানারের একটি ছবি তাঁর হাতে রয়েছে, সেপ্রসঙ্গে অবশ্য মন্তব্য করতে রাজি হননি রাধিকা।
গ্রামেও প্রশংসিত ‘পার্চড’, উচ্ছ্বসিত রাধিকা আপ্তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2016 03:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -