নয়াদিল্লি: সম্প্রতি অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরে বিতর্কের মুখে পড়েন অভিনেতা উইল স্মিথ (Will Smith)। ফলে এবার তাঁর ভারতে আসা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। একাধিক নেটিজেনের মতোই স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসও (Vir Das) মন্তব্য করেছেন এই ব্যাপারে। প্রসঙ্গত, অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে থাকা ক্রিস রকও (Chris Rock) পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তাঁকে চড় মেরেছিলেন উইল।
বীর দাসের পোস্ট
উইল স্মিথের ভারতে আগমন নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বীর। মজার পোস্টে তিনি লেখেন, 'উইল স্মিথ ভারতে এসেছেন? ভাল। এবার তিনি হাত দিয়ে কৌতুক অভিনেতাদের থাপ্পড় মারা বন্ধ করে এবং আইনি মামলা দিয়ে তাঁদের চড় মারা শুরু করতে শিখতে পারবেন।'
উল্লেখ না করেই ভারতে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জায়গা স্পষ্ট করলেন বীর। বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় কৌতুক অভিনেতা আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মানুষের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে, বীর দাসকেই তাঁর বিতর্কিত 'আমি দুটো ভারত থেকে আসি' ('I come from two Indias') মন্তব্যের জন্য আইনি জটিলতার মুখে পড়তে হয়।
তবে উইল স্মিথের প্রতি বীর দাসের এই 'ওয়েলকাম নোট' বেশ সাড়া ফেলেছে নেট মহলে।
আরও পড়ুন: 300 Crore Club Movies: ৩০০ কোটির ক্লাবে 'কেজিএফ চ্যাপ্টার টু', আর কোন কোন ছবি রয়েছে এই তালিকায়?
অস্কার ২০২২-এর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অভিনেতা উইল স্মিথ। সেই মঞ্চেই বিতর্কে জড়ান উইল স্মিথ। সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা ও মস্করা করছিলেন ক্রিস রক। সেই সময়েই কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের (Jada Pinkett-Smith) কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন তাঁকে নাকি জিআই জেন ২ (GI Jane 2)-এর মতো দেখতে। তাতেই রেগে কাঁই উইল স্মিথ। আচমকাই হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। এবং কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন উইল স্মিথ। এই বিতর্কের পর প্রথম ভারতে এলেন অভিনেতা।