মুম্বই:  বলিউড বাদশা শাহরুখ কন্যা সুহানার সঙ্গে সম্প্রতি তার প্রিয় বান্ধবী সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূরের ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটি শেযার করেছেন অনিল কপূরের ভাই সঞ্জয়, সঙ্গে ক্যাপশন দিয়েছেন,  এঁরা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল।





সুহানা, শানায়া এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অন্যন্যাকে মাঝেমধ্যেই একসঙ্গে পার্টি করতে দেখা যায়। যদিও এছবিতে সেই সুন্দরীকে দেখা যাচ্ছে না। দেখুন এই সুন্দরীদের বেড়ে ওঠার ও একসঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি।

 




 


বাবা সঞ্জয় কপূরের কোলে ছোট্ট শানায়া