ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই একটা দৃঢ় সম্পর্ক আছে। বললেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র হিথার নওরেট। ভারত-আমেরিকা সম্পর্কের গুরুত্বের কথা জানাতে গিয়ে তিনি বলেন, আমি জানি, ওনার মেয়ে ইভাঙ্কা গত বছরের শেষে হায়দরাবাদ সফরে দারুণ উপভোগ করেছেন, আনন্দ পেয়েছেন। সুতরাং এটা একটা গভীর সম্পর্ক, ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকা সম্পর্ক।
আফগানিস্তানের উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সারা দুনিয়া একত্র হওয়ার, আগে যেসব দেশে একসঙ্গে কাজ হয়নি, সেখানে জোট বেঁধে কাজ করার দারুণ উদাহরণ এটা। যেমন সৌদি আরব ইরাককে সাহায্য করছে।
চলতি মাসের গোড়াতেই রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিক্কি হেলি ভারত-মার্কিন সম্পর্ক আকাশ ছুঁতে পারে বলে অভিমত জানান, পাশাপাশি জোর কদমে আর্থিক ও প্রশাসনিক সংস্কার চালিয়ে যাওয়ায় ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদীর।