মুম্বই: ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীকে ঘিরে। টিনসেল টাউনে জোর জল্পনা যে ১৯ বছরের জাহ্নবীর বয়ফ্রেন্ড অক্ষত রঞ্জন। সেই অক্ষতর সঙ্গেই উইকএন্ড পার্টিতে গিয়েছিলেন জাহ্নবী। সেই পার্টিরই একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাহ্নবীকে অক্ষতর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। মণীষ মালহোত্র ডিজাইনে তৈরি লাল-সোনালী গাউনে অসাধারণ লাগছিল তাঁকে। জাহ্নবী কাপূরের ফ্যান ক্লাব হিসেবে দাবি করা গ্রুপ ভিডিওটি শেয়ার করেছে। এছাডাও গ্রুপটি জাহ্নবী ও অক্ষতের আরও বেশ কিছু ছবি শেয়ার করেছে। সেখানে তাঁদের জাহ্নবীর বাবা-মা বনি কাপূর ও শ্রীদেবীর সঙ্গে দেখা যাচ্ছে।

শ্রীদেবী-কন্যার ড্যান্স-মুভ মুহুর্তে ছড়িয়ে গিয়েছে ইন্টারনেটে।

দেখুন সেই ভিডিও-





জাহ্নবী তাঁর মায়ের মতোই অভিনেত্রী হতে চান। বোন খুশির সঙ্গে তিনি ইতিমধ্যেই কিছুটা ফ্যাশন-তারকার ভাবমূর্তি অর্জন করে ফেলেছেন। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে বলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে জাহ্নবীর। অন্তত সিনেমহলে তেমনটাই খবর।