পেশোয়ার: এক বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ পাকিস্তানে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাড্ডা জেলার আদালতের বাইরে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণ ও জঙ্গিদের গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন, জখম ২১ জন। টাঙ্গি এলাকায় ওই আদালতে ঢোকার চেষ্টা করে তিন সশস্ত্র, আত্মঘাতী জঙ্গি। তারা গুলি চালায়, গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। খতম হয় তিনজনই। জামাত-উল-আহরার নামে পাকিস্তানি তালিবানের একটি গোষ্ঠী দায় নিয়েছে বিস্ফোরণের।


তবে সরকারি অফিসাররা জানিয়েছেন, আদালতের প্রবেশ দরজায় নিহত হয় এক জঙ্গি। দ্বিতীয়জন আদালতের ভিতরে ঢুকে গুলিতে প্রাণ হারায়। তৃতীয়জন শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বিচারক ও আইনজীবীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন চারসাড্ডার ডেপুটি কমিশনার। তিনি বলেছেন, নিরাপত্তার কড়াকড়ি থাকায় আত্মঘাতী মানববোমারা আদালতকক্ষের ভিতরে ঢুকতে পারেনি, ঢুকে গেলে ভয়াবহ বিপর্যয় ঘটে যেত।
ঘটনাস্থলে তল্লাশি চলছে। চারসাড্ডায় অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে প্রায় ৩০ কিমি দূরে পেশোয়ার থেকে। সেখানকার লেডি রিডিং হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবারই পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুফি ধর্মস্থানে আত্মঘাতী মানববোমা বিস্ফোরণ ঘটায়। কমপক্ষে ৮৮ জন প্রাণ হারায়। তারপরই সন্ত্রাস দমন অভিযানে ঝাঁপিয়ে পড়ে পাক সেনা। তাদের দাবি, দেশজুড়ে জঙ্গিদের বিরুদ্ধে চলতে থাকা অভিযানে ১৩০-এর বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে।