নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র (Sam Manekshaw) জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আসবে ১ ডিসেম্বর। স্বাভাবিকভাবেই এখন জোর কদমে চলছে ছবির প্রচারপর্ব। সেই আবহেই দেখা গেল তাঁকে 'খুকুরি' নাচে (Khukuri Dance) মাততে, সঙ্গী গোর্খা সেনাবাহিনী (Gorkha Soldiers)। 


লখনউয়ে গিয়ে ভিকি কৌশলের 'খুকুরি' নাচ, পোস্ট করলেন ভিডিও


লখনউয়ের মঞ্চে গোর্খা সেনাবাহিনীর সঙ্গে 'খুকুরি' নাচ করলেন ভিকি কৌশল। 'দ্য খুকুরি ডান্স' হচ্ছে গোর্খা সেনাদের প্রদর্শনীর জন্য দেওয়া একটি নাম। একাধিক উৎসব, যেমন সেরিমোনিয়াল প্যারেড বা সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষত গোর্খা ব্রিগেডের ব্যান্ডের পারফর্ম্যান্সে, তাঁরা এই বিশেষ নাচ করে থাকেন। সেই নাচের স্টেপে পা মেলালেন ভিকি কৌশল। সেই পারফর্ম্যান্সের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। হাতে খুকরি নিয়ে এই সেনাবাহিনীর সঙ্গে এই পারফর্ম করতে দেখা গেল অভিনেতাকে। 


ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'ওঁদের খুকুরি হাতে ধরার সৌভাগ্য হল। ওঁদের সঙ্গে পা মেলানোর আনন্দ। গর্বিত ও আশীর্বাদধন্য যে আমি গোর্খাদের সঙ্গে আজ খুকুরি নাচে অংশ নিতে পারলাম। জয় মহাকালি, আয়ো গোর্খালি।' সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, 'স্যাম বাহাদুর' মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। 


 






'স্যাম বাহাদুর' ট্রেলার প্রকাশ্যে


সম্প্রতি ছবির নির্মাতারা 'স্যাম বাহাদুর'-এর ট্রেলার প্রকাশ করেন। ভিকিকে সেখানে স্যাম মানেকশ রূপে দেখা যায়, হুবহু যেন একই ধরনের সেই গোঁফ, হাঁটাচলার ধরন থেকে কথা বলার ধরন। দর্শকের মতে, স্যাম মানেকশকে খুব নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ভিকি। 


গোটা ট্রেলারে নিজের দেশের প্রতি সেনাকর্মী হিসেবে তাঁর কর্তব্য, এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁর নিষ্ঠা ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে, ফাতিমা সানা শেখকে দেখা গেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে, তাঁর মতো কথা বলার ধরন রপ্ত করতে দেখা গেছে অভিনেত্রীকে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের আশা বিপুল। তাঁর কর্মজীবন ৪ দশক ব্যাপী এবং তার মধ্যে ছিল ৫টি যুদ্ধ। তিনিই প্রথম ভারতীয় সেনা যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। মনে করা হচ্ছে এই ছবি বক্স অফিসে ভাল সাফল্য লাভ করবে। 


আরও পড়ুন: 'Tumpa Autowali': অতীত ভুলে গোটা পরিবারকে এক করতে পারবে টুম্পা? বাড়িতে ফেরাতে পারবে পম্পাকে?


বক্স অফিসে ভিকি কৌশলের 'স্যাম মানেকশ' মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির সঙ্গে। ভবানি আইয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজারের লেখা চিত্রনাট্যের পরিচালক মেঘনা নিজেই। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালার 'আর এস ভি পি মুভিজ'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y