মালাইকার সঙ্গে শ্বেতা নন্দা-দুই ‘হট’ মমের ছবি ভাইরাল
লুক ও ফিটনেসের দৌলতে মোহময়ী মালাইকা। আকর্ষণীয় ছবির সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় বারেবারেই নজর কেড়েছেন মালাইকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাচের পাশাপাশি ফিটনেসের জন্য মালাইকার আলাদা পরিচিতি রয়েছে। ইন্সটা-তে তাঁর ফলোয়ারের সংখ্যা হুহু করে বাড়ছে।
মুন্নি বদনাম হুয়ি, ছাঁইয়া ছাঁইয়া-র মতো গানে আইটেম ড্যান্সের জন্য দারুন জনপ্রিয়তা পেয়েছেন মালাইকা।
সম্প্রতি আদালতে দুজনের বিবাহবিচ্ছেদের আর্জি মঞ্জুর হয়েছে।
উল্লেখ্য, মালাইকা সলমন খানের দাদা আরবাজ খানের প্রাক্তন স্ত্রী।
অমিতাভ কন্যা শ্বেতা সোশ্যাল মিডিয়ায় ততটা সক্রিয় নন। কিন্তু মালাইকা যথেষ্ট সক্রিয়। তিনিই ওই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা নন্দার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে মালাইকাকে। দুই হট মম। মালাইকার বয়স ৪৩। তাঁর সন্তানের বয়স ১৪। অন্যদিকে শ্বেতার বয়স ৪৩ এবং তাঁর সন্তানের বয়স ১৯। ছবিতে দুজনকেই দুর্দান্ত আকর্ষণীয় দেখাচ্ছে।
মালাইকা আরোরার স্টাইল, ফ্যাশন ও শরীরী আবেদনের কথা কারুর অজানা নয়। তাঁর সোস্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে। করণ জোহরের জন্মদিনের পার্টিতে ওই ছবিটি তোলা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -