হাঁটতে অসুবিধে, গৌরির লম্বা গাউন সামলাতে হাত লাগালেন শাহরুখ, ভাইরাল ভিডিও
Web Desk, ABP Ananda | 10 Dec 2019 03:19 PM (IST)
তাঁর প্রবেশকে এককথায় বলাই যায়, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি। কালো ঝলমলে পোশাকে দুজনেই হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্র।
মুম্বই: তিনি পার্টিতে দেরীতে ঢোকেন, এই অভিযোগ শাহরুখের বিরুদ্ধে বরাবর। সোমবারও তার অন্যথা হল না। মুম্বইয়ে এক ফ্যাশন ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত এক তারকাখচিত সন্ধ্যায় তিনি এলেন সবার শেষে। কিন্তু তাঁর প্রবেশকে এককথায় বলাই যায়, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি। কালো ঝলমলে পোশাকে দুজনেই হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্র। ট্রেন্ডস লিস্টে বলিউডের সবথেকে স্টাইলিশ যুগলের তকমা পেলেন শাহরুখ-গৌরি। সেই সঙ্গে ভাইরাল হল তাঁদের একটি ভিডিও। গৌরি পরেছিলেন লম্বা একটি গাউন। হাঁটার সময় আরেকটু হলেই হোঁচট খেতেন। পেছনে ছিলেন সহযোগীরাও। কিন্তু তা সত্ত্বেও গৌরির হাঁটার সুবিধের জন্য পোশাকটি সামলাতে হাত লাগালেন শাহরুখ! এই ভিডিও আপলোড হওয়ার সাথে-সাথেই ভাইরাল হল বাদশা-অনুরাগীদের মধ্যে। অনুষ্ঠানে হাজির ছিলেন অক্ষয়, হৃতিক, ক্যাটরিনা, অনুষ্কা, শিল্পারাও।