কলকাতা: মুম্বইয়ের রাস্তায় নাকি কেবল একটা বস্তা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির খান (Amir Khan)! কোথাও কোনও নিরাপত্তারক্ষী নেই.. একাই ঘুরে বেড়াচ্ছেন, মানসিক ভারসাম্যহীনের মতো ব্যবহার করছেন.. কী হয়েছে তাঁর? সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে তোলপাড়। কী হয়েছে অভিনেতার? তাঁর পরণে জড়ানো একটি বস্তা। তাঁকে 'কেভম্যান' বলে উল্লেখ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অনেকেই দেখে মনে করছেন, এই ব্যক্তিই আসলে আমির খান। সত্যিটা কী?
সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আরও একটি ভিডিও। সেটি হল আমির খানের একটি রূপটানের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে বদলে যাচ্ছে তাঁর লুক। লাগানো হচ্ছে দাড়ি, মোটা ভ্রু। অনেকেই মনে করছেন, এই দুটি ভিডিও একই ভিডিওর অংশ। আমির খান রূপটান নিয়েই ঘুরে বেড়াচ্ছেন মুম্বইয়ের অন্ধেরি-র রাস্তায়। তবে, প্রকাশ্যে এসেছে আসল কথাটা। মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ানো সেই কেভম্যান আসলে আমির খান নন। আমির খানের যে লুকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তা একটি বিজ্ঞাপনী জন্য। সেই কারণেই শ্যুটিং করার জন্য এই লুক তৈরি করেছিলেন তিনি। তবে সেই লুক নিয়ে তিনি রাস্তায় ঘুরে বেড়াননি। মুম্বইতে রাস্তায় যাঁকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, তিনি আমির খান নয়। আমির খানের টিম থেকে বারণ করা হয়েছে না জেনে এরকম ভুল খবর না ছড়াতে।
অন্যদিকে, সদ্য শোনা যাচ্ছে, তৃতীয়বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা সানা শেখ নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। আমিরের সেই প্রেমিকা নাকি বেঙ্গালুরু নিবাসী। তবে এখনও জনসমক্ষে প্রেমিকাকে আনতে চান না আমির খান বা তাঁর পরিবার। সেই কারণেই এ নিয়ে মুখ খুলতে চান না তাঁরা। ফিল্মফেয়ার সূত্রের খবর, ফের প্রেমে পড়েছেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।
এর আগে অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমিরের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ -এ অভিনয় করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আইরার বাগদানের সময়ও হাজির থেকেছিলেন ফতিমা। সারাদিন আনন্দ করেছিলেন। তবে ইরার বিয়ের সময় দেখা যায়নি ফতিমা সানা শেখকে। আর সেখান থেকেই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন আর সম্পর্ক নেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের। আর এবার, নতুন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আমিরের।