সিডনি: তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফিও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) তাঁর মাঠে নামা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।


তিনি, প্যাট কামিন্স (Pat Cummins)। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দলে অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি তিনি। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স না খেললে স্মিথকেই হয়তো নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক করা হতে পারে ট্র্যাভিস হেডকেও।


শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald) বলেছেন, 'প্যাট কামিন্স এখনও বল করার মতো জায়গায় আসেনি। ফলে এখনও ও অনিশ্চিত। তাই আমাদের একজন অধিনায়ক চাই।' আর সেখানে নাম উঠে আসছে মূলত দুজনের। স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কাতেও তাঁর কাঁধেই রয়েছে নেতৃত্বের দায়িত্ব। পাশাপাশি ছন্দে থাকা হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন অনেকে।


আরও পড়ুন: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?


ম্যাকডোনাল্ডও উড়িয়ে দেননি। বলেছেন, 'স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে নিয়ে আমাদের শিবিরে আলোচনা চলছে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে যথেষ্ট ভালভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে। তবে কামিন্সের খেলার সম্ভাবনা কম। সেটা আমাদের জন্য দুঃখের।' অস্ট্রেলিয়ার কোচ আরও জানান যে, কামিন্স ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কয়েকদিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট চলে আসার কথা। তারপরই কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২২ ফেব্রুয়ারি।


 






বর্ডার-গাওস্কর ট্রফিতে পাওয়া চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি প্যাট কামিন্স। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলে নেই তিনি। চোট থেকে সেরে উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাঠে ফেরার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের আশঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কামিন্সের খেলার সম্ভাবনা কার্যত নেই।


আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ