নয়াদিল্লি: গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এটাই ছিল তাঁদের প্রথম করওয়া চওথ। সেই ছবি দুজনেই পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। দেখুন তাঁদের করওয়া চওথ পালনের ছবি