১০১৭র ১১ ডিসেম্বরই ইতালিতে ডেস্টিনেশন ম্যারেজ সেরেছিলেন এই সেলেব দম্পতি।
বিশেষ এই দিনে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ভিক্টর হুগোকে উদ্ধৃত করে লিখেছেন, অন্যকে ভালবাসার অনুভূতি ঈশ্বরের মুখ দেখার মতো। তিনি আরও লেখেন, ভালবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, তার থেকে অনেক বেশি। অনেকটা পরমসত্যির দিকে পথনির্দেশের মতো।
বিরাটও পিছিয়ে নেই। তিনিও দুজনের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখছেন, বাস্তবে শুধু প্রেমই আছে, আর কিছু নেই। আর যখন আপনার জীবনে ঈশ্বর এমন কাউকে পাঠান, যার জন্য প্রতিটি দিন আপনার মনে শুধু ধন্যবাদের অনুভূতি আসে।
বিরাট ও অনুষ্কা দুজনেই কাজের জগতে অসম্ভব ব্যস্ত। তার মাঝেই সময় দেন দুজনে। একান্ত সময় কাটানোর ছবি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়।