মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে জঙ্গি কার্যকলাপে অর্থ ঢালায় অভিযুক্ত করল পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। গত ১৭ জুলাই পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখা (সিটিডি) সইদ ও তার সঙ্গীসাথীদের বিরুদ্ধে পঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে সন্ত্রাসবাদী কাজকর্মের পিছনে টাকাপয়সা জোগান দেওয়ার অভিযোগে ২৩টি এফআইআর দায়ের করে। জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতাতে গ্রেফতারও করা হয়। সে কোট লাখপত জেলে রয়েছে। লাহোর, গুজরানওয়ালা, মুলতানে আল-আনফাল ট্রাস্ট, দাওয়াতুল ইরশাদ ট্রাস্ট ও মুয়াজ বিন জাবাল ট্রাস্ট সহ বিভিন্ন ট্রাস্ট ও অলাভজনক সংগঠনের নামে তৈরি সম্পদ, বাড়িঘরের মাধ্যমে চাঁদা তুলে সন্ত্রাসের পিছনে ঢালার অর্থ সংগ্রহের জন্য মামলাগুলি নথিবদ্ধ করা হয়েছে।
আজ আদালতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি পড়ে শোনানোর সময় হাফিজ সেখানে উপস্থিত বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি আবদুর রউফ।
সন্ত্রাসবাদে সরবরাহের জন্য একাধিক ট্রাস্ট গঠন, সেগুলি ব্যবহার করে অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক মহলের চাপে পাকিস্তানি কর্তৃপক্ষ লস্কর-ই-তৈবা, জামাত ও তাদের দান খয়রাতি করার শাখা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন সংক্রান্ত যাবতীয় বিষয়ে তদন্ত শুরু করেছে।
২০০৮ এর মুম্বই মহানগরীতে সমুদ্রপথে এসে আজমল কসাব সহ একাধিক পাকিস্তানি জঙ্গির নির্বিচার সন্ত্রাসে ১৬৬ জনের মৃত্যু ও একাধিক মানুষের জখম হওয়ার ঘটনায় সঈদের জামাতই মাথা ছিল বলে দাবি ভারতের।
অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে ঢালায় মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে অভিযুক্ত করল পাকিস্তানি আদালত
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2019 02:38 PM (IST)
সন্ত্রাসবাদে সরবরাহের জন্য একাধিক ট্রাস্ট গঠন, সেগুলি ব্যবহার করে অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক মহলের চাপে পাকিস্তানি কর্তৃপক্ষ লস্কর-ই-তৈবা, জামাত ও তাদের দান খয়রাতি করার শাখা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন সংক্রান্ত যাবতীয় বিষয়ে তদন্ত শুরু করেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -