নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টাগ্রামে ফলোয়ার (Instagram Followers) সংখ্যা ২৫০ মিলিয়ন ছাড়িয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলির (Virat Kohli)। তিনিই প্রথম ভারতীয় যাঁর এই বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে ইনস্টাগ্রামে। বিশেষজ্ঞদের মতে বিরাটের এখনের আয়ের প্রায় ২০ থেকে ৩০ শতাংশই আসে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চুক্তি (Social Media Collaboration) থেকে। এক ঝলকে দেখা যাক কোন তারকার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কত এবং পোস্ট পিছু কোন তারকা কত টাকা দর হাঁকেন?
ইনস্টাগ্রামের পোস্ট পিছু কত টাকা পারিশ্রমিক নেন তারকারা?
নিজেদের জীবনের অনেক ভাল মুহূর্তের আপডেট দেওয়ার পাশাপাশি তারকাদের একাধিক পোস্টই থাকে কোনও না কোনও সংস্থার সঙ্গে হাত মিলিয়ে। তাঁদের অনলাইন সক্রিয়তার ওপর নির্ভর করে বিপুল পরিমাণ অর্থ লাভ করেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার ও তারকারা। যেমন ধরা যাক বিরাট কোহলির কথাই। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়ন ফলোয়ার সংখ্যা পার করেছেন। প্রত্যেক পোস্টে কত টাকা পারিশ্রমিক নেন বিরাট জানেন? পোস্ট পিছু তাঁর দর সাড়ে ৩ থেকে ৫ কোটি টাকা।
এক সংবাদ সংস্থা সূত্রে খবর, 'একটি পোস্টের থেকে সস্তা একটি স্টোরি, কারণ পোস্ট সবসময় থাকবে। কোনও ব্র্যান্ডের লিঙ্ক সমেত স্টোরি পোস্ট করলে সেটাও বেশ দামি। এমনকী লিঙ্ক সমেত পোস্টও বেশ দামি। তবে কোনও তারকার পেজ যখন কোনও ব্র্যান্ড পেজের সঙ্গে হাত মেলায় তখন তার দাম হয় সবচেয়ে বেশি।'
সবচেয়ে বেশি ফলোয়ার সমেত ইনস্টাগ্রাম হ্যান্ডল ও তাঁদের পোস্ট পিছু পারিশ্রমিক
বিরাট কোহলি (Virat Kohli) - ফলোয়ার সংখ্যা ২৫১ মিলিয়ন - পারিশ্রমিক সাড়ে তিন থেকে ৫ কোটি
প্রিয়ঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) - ফলোয়ার সংখ্যা ৮৭.৭ মিলিয়ন - পারিশ্রমিক ২ কোটি
শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) - ফলোয়ার সংখ্যা ৮০.৮ মিলিয়ন - পারিশ্রমিক দেড় কোটি
আলিয়া ভট্ট (Alia Bhatt) - ফলোয়ার সংখ্যা ৭৭.৪ মিলিয়ন - পারিশ্রমিক দেড় থেকে ২ কোটি
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) - ফলোয়ার সংখ্যা ৭৪.১ মিলিয়ন - পারিশ্রমিক ২ কোটি
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) - ফলোয়ার সংখ্যা ৭২.৮ মিলিয়ন - পারিশ্রমিক ১ কোটি
আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা
একটি পোস্ট সম্পাদন করার জন্য একজন সেলিব্রিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রয়োজন নেই; অন্য একজন অভ্যন্তরীণ ব্যক্তি যিনি তারকাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন কিন্তু নাম প্রকাশ্যে আনতে চান না, সেক্ষেত্রেও নির্দিষ্ট পোস্টিংয়ের জন্য ব্যবস্থা করা হয়।
নিজের যোগা অ্যাপ তৈরি করতে, শিল্পা শেট্টি কুন্দ্রা ডিজি অসমোসিসের প্রতিষ্ঠাতা মনীশ কুমারের সঙ্গে সহযোগিতা করেন, যিনি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গেও কাজ করেছেন।