মুম্বই: মুক্তির আগে থেকেই বেশ সাড়া ফেলেছিল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই ছবি তৈরি করে রাজনৈতিক চাপানউতোরও। এবার 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পেতে চলেছে ওটিটিতে (OTT Release)। কবে? কোথায়? জানুন বিস্তারিত।
'দ্য কাশ্মীর ফাইলস' এবার ওটিটিতে
আগামী ১৩ মে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, ভাষা সাম্বলি, দর্শন কুমার (Anupam Kher, Mithun Chakraborty, Pallavi Joshi, Bhasha Sumbli, Darshan Kumaar) অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। হিন্দি (Hindi), তামিল (Tamil), তেলুগু (Telugu) ও কন্নড় (Kannad) ভাষায় দেখা যাবে ছবিটি।
এই ছবির ব্যাপারে অভিনেতা অনুপম খের বলেন, ''দ্য কাশ্মীর ফাইলস' হল এমন একটি ঘটনার চিত্রণ যা আমাদের মানুষের সঙ্গে ঘটেছিল, বেশ কয়েক বছর আগে এবং এখনও অনেকের কাছে যা জানা নেই। বিবেক এবং অন্যান্য কলাকুশলীরা এই প্রকল্পে যে সততার সঙ্গে কাজ করেছেন তার সাক্ষ্য এই ছবির সাফল্য।'
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে (Zee5) এই ছবি স্ট্রিম শুরু হবে ১৩ মে থেকে। অনুপম খের আরও বলেন, 'ছবিটি সারা দেশ থেকে প্রশংসা পেয়েছে এবং এখনও যাঁরা এটিকে বড় পর্দায় দেখতে পারেননি তাঁদের জন্য, 'দ্য কাশ্মীর ফাইলস' সারা বিশ্বে জি ফাইভে পাওয়া যাবে।'
আরও পড়ুন: Asha on Lata : "১০৪ জ্বর নিয়েও কাজ করেছেন লতাদিদি", স্মৃতিচারণায় আশা
দর্শন কুমার বলেন, ''দ্য কাশ্মীর ফাইলস' আমার খুব কাছের ছবি কারণ এটি আমার কেরিয়ারে নতুন সংজ্ঞা এনে দিয়েছে। এই চলতি বছরে বলিউডে সর্বোচ্চ ব্যবসা করা ছবি হওয়ায় আমি প্রচণ্ড খুশি। জি ফাইভের মাধ্যমে এটি আরও দর্শকের কাছে পৌঁছে যাবে।'