নয়াদিল্লি: ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। The Bengal Files ছবিটি ঘিরেও এই মুহূর্তে বিতর্ক চরমে। একটি রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করতে বিবেক অগ্নিহত্রী পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করছেন বলে অভিযোগ। পাশাপাশি, ছবির ট্রেলারের ‘তৈমুর’ নামে শিশুর নামকরণের দৃশ্য ঘিরেও জলঘোলা শুরু হয়েছে। অভিনেতা সেফ আলি খানকেই বিবেক নিশানা করেছেন কি না উঠেছে প্রশ্ন। সেই নিয়ে এবার মুখ খুললেন বিবেক। (Saif Ali Khan)
সেফকে নিশানা করতে ওই দৃশ্য় রাখা হয়নি বলে যদিও দাবি করেছেন বিবেক। সেই সঙ্গে তাঁর বক্তব্য, “ছেলের নাম তৈমুর রাখা উচিত নয় কারও।” বিবেক বলেন, “অনেকেরই নাম তৈমুর। (সেফ) উনিই প্রথম ছেলের নাম তৈমুর রাখেননি। আমি বুঝিয়ে বলছি। The Tashkent Files-এর শ্যুটিং করতে সমরখন্দ গিয়েছিলাম। সেই সময় তৈমুরের (লং) সমাধি দেখেছিলাম, যার বাইরে লেখা ছিল ‘পৃথিবীর ধনীতম সাম্রাজ্যও দখল করেছিলেন তিনি’। আসলে দিল্লির কথা বলা হচ্ছে। সম্রাট উপাধিও দেওয়া হচ্ছিল, দিল্লি জয় না করা পর্যন্ত তা গ্রহণ করতে রাজি হননি উনি।” (Vivek Agnihotri)
বিবেক আরও বলেন, “(তৈমুর) এক রাতে একলক্ষ মানুষকে কচুকাটা করেছিলেন। দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত হত্যালীলা চালান। ধর্ষণ, লুঠপাট করতে করতে গিয়েছিলেন উনি। নিজের দেশে অবশ্যই দেশনায়ক উনি। মহান ব্যক্তি। কিন্তু আমাদের কাছে নন। তাই ছেলের নাম তৈমুর রাখা উচিত নয় কারও। প্রশ্নই ওঠে না।”
করিনা কপূর ও সেফ তাঁদের ছেলের নাম তৈমুর রেখেছেন কেন, তা নিয়ে গোড়া থেকেই বিতর্ক। পরিস্থিতি এমন হয় যে করিনাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়ে দেন সেফ। তিনি বলেন, “নাম পাল্টানোর ভাবনা আমার মাথাতেও এসেছিল। সেই মতো প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু চিঠি লেখার পর পড়ে দেখলাম, বিষয়টি খুব খেলো হয়ে যাচ্ছে।”
তৈমুর লংয়ের নামের সঙ্গে তাঁর ছেলের নামের সংযোগ টানার বিরুদ্ধেও সরব হন সেফ। তিনি বলেন, “ওই শাসকের কথা জানি আমি। ওঁর নামে কিন্তু ছেলের নাম রাখিনি। ওঁর নাম ছিল Timur, আমার ছেলের নাম Taimur. মিল থাকলেও, নামটি এক নয়। Taimur নামটি প্রাচীন পারস্য থেকে এসেছে, যার অর্থ লোহা। আমাদের নামটি সত্যিই পছন্দ হয়, বিশেষ করে নামের অর্থ। তাছারা আমাদের পরিবারে ওই নাম আগেও ছিল। সারা নামেরও এক তুতো বোন ছিল আমার।” কিন্তু সেফ নিজের অবস্থান পরিষ্কার ভাবে জানালেও, তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না বিবেক।