মুম্বই: পৃথিবীর সবচেয়ে ধনী তারকা। জনপ্রিয়তায় ধারেকাছে নেই হলিউডের তাবড় অভিনেতাও। সেই শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবেরয়। তাঁর দাবি, আগামী ২৫ বছরেই শাহরুখকে কেউ চিনতে পারবেন না। কেউ মনেই রাখবেন না শাহরুখকে। (Vivek Oberoi)

Continues below advertisement

বেশ প্রত্যাশা জাগিয়েই কেরিয়ার শুরু করেছিলেন বিবেক। কিন্তু হাতেগোনা কিছু ছবির পরই সলমন খানের সঙ্গে ঝামেলা, আলটপকা মন্তব্যের জন্য বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন তিনি। এখন পরিস্থিতি এমন যে টুকরো-টাকরা কিছু কাজ ছাড়া অভিনয়ের ধারেকাছেও নেই তিনি। ব্যবসাতেই মনোনিবেশ করতে হয়েছে তাঁকে। (Shah Rukh Khan)

সেই বিবেকই এবার শাহরুখকে নিয়ে এমন মন্তব্য করলেন, যাতে ইতিমধ্যেই ফুঁসে উঠতে শুরু করেছেন ‘বাদশা’ অনুগামীরা। ‘Mastiii 4’ ছবির প্রচারে এই মুহূর্তে ব্যস্ত বিবেক। একটি সাক্ষাৎকারে জনপ্রিয়তা, তারকাজীবন সম্পর্কে মতামত চাওয়া হয় বিবেকের। আর তাতেই সটান শাহরুখকে টেনে আনেন তিনি। 

Continues below advertisement

ওই সাক্ষাৎকারে বিবেক বলেন, “ছয়ের দশক থেকে কোন ছবিতে কোন তারকা ছিল জানতে চান দেখি! কেউ বলতে পারবে না। ইতিহাস হয়ে যাওয়া অনিবার্য। ২০৫০ সালে মানুষ হয়ত বলবেন, ‘কে শাহরুখ খান’? যেমন আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলতে পারেন, ‘কে রাজ কপূর’? আমি-আপনি তাঁকে সিনেমার ভগবান বলতে পারি। কিন্তু অল্পবয়সি ছেলেমেয়ে, রণবীর কপূরের অনুরাগীদের জিজ্ঞেস করুন, তারা হয়ত রাজ কপূরকে চেনেই না। ইতিহাস হত এভাবেই শূন্যে নিক্ষেপ করে আমাদের।”

নপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক। কিন্তু অভিনেতা হতে তাঁকে কম লড়াই করতে হয়নি বলে দাবি করেছেন। বিবেকের দাবি, ফারহা খানকে অ্যাসিস্ট করতেন এক সময়। সেই সময় রিহার্সাল রুমও পরিষ্কার করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ড ডান্সারদের চা পরিবেশন করেছেন। কারও কাছে বাবার পরিচয় তুলে ধরেননি বলেও দাবি বিবেকের।

২০০২ সালে 'Company' ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু হয় বিবেকের। পর পর বেশ কিছু ছবিতে নজরও কাড়েন তিনি। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হননি। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ানো থেকে, বলিউডে সিনিয়রদের সঙ্গে ঝামেলার জেরে কার্যত কোণঠাসা হয়ে পড়েন। এর পর পারিবারিক ব্যবসাতেই মন দেন তিনি। তবে মাঝে মধ্যে ছবিতে মুখ দেখান এখনও।

শীঘ্রই মুক্তি পাচ্ছে বিবেকের 'Mastiii4'. পরিচালক মিলাপ জাভেরির ছবিতে বিবেক একা নায়ক নন, রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, এলনাজ নুরানি, রুহি সিংহ, শাদ রণধাওয়া, নিশান্ত সিংহ মালকানি, নাটালিয়া জানোসেকও রয়েছেন। ২০০৪ সালে 'Masti' সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায়। ২০১৪ সালে মুক্তি পায়, 'Grand Masti', ২০১৬ সালে 'Great Grand Masti'. ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'Mastiii4'.