মুম্বই: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্য়াচ হারলে বা ড্র করলেও সিরিজ খোয়াতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ কলকাতা টেস্টে লজ্জার হার হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। টেস্ট সিরিজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজেই ভারতীয় দল হয়ত নাও পেতে পারে ২ তারকা ক্রিকেটারকে। তাঁরা হলেন হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরা।
এশিয়া কাপ ২০২৫ চলাকালিন আচমকাই চোট পেয়েছিলেন হার্দিক। এরপর ফাইনালে তিনি খেলতে পারেননি। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি বঢোদরার এই তারকা অলরাউন্ডারকে। এখনও তিনি রিহ্যাবেই আছেন বলে খবর। বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন যে এই মুহূর্তে হার্দিককে ফেরানোর কোনও তাড়া করছেন না তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই সেই ফর্ম্য়াটেই হার্দিককে খেলানোর দিকে ফোকাস করছে বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট।এ
এদিকে, টেস্ট সিরিজে খেলার পর ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টও একটা বড় ইস্যু। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ডানহাতি পেসারকে। তাঁকে কুড়ির ফর্ম্যাটে শুধুমাত্র খেলানো হয়েছিল।
সিংহাসন হারালেন রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ়ে দুরন্ত ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন রোহিত । সেই সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন রোহিত শর্মা। আইসিসি-র ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি । যদিও তার কয়েক সপ্তাহ পরই সেই সিংহাসন হারালেন রোহিত। দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি। শীর্ষে উঠে এলেন নিউজ়িল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডারিল মিচেল। ওয়ান ডে ক্রিকেটে তাঁর সপ্তম সেঞ্চুরি । ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি । মিচেলের মোট পয়েন্ট ৭৮২। রোহিত মাত্র এক পয়েন্ট পিছিয়ে । ৭৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হিটম্যান। উল্লেখ্য, নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নার ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন।