হাসপাতালের বেডে বসে ভাই সাজিদের জন্য ‘হুড় হুড় দাবাং’ গান ওয়াজিদ খানের, মর্মস্পর্শী ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2020 04:53 PM (IST)
বলিউডের সাজিদ-ওয়াজিদ জুটির সংগীতকার তথা গায়ক ওয়াজিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা গিয়েছেন। তাঁর করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছিল। ৪২ বছরের ওয়াজিদের কিডনির সমস্যা ছিল।
মুম্বই:বলিউডের সাজিদ-ওয়াজিদ জুটির সংগীতকার তথা গায়ক ওয়াজিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা গিয়েছেন। তাঁর করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছিল। ৪২ বছরের ওয়াজিদের কিডনির সমস্যা ছিল। ওয়াজিদ খানের প্রয়াণের এই মর্মান্তিক দুঃসংবাদ সামনে আসার পর বলিউডে শোকের ছায়া। বলিউড সেলিব্রিটিরা এই সংগীতকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এরইমধ্যে প্রয়াত ওয়াজিদ খানের দাবাং সিনেমার জনপ্রিয় টাইটেল সং গাওয়ার একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও নিঃসন্দেহ প্রয়াত সঙ্গীতকারের অনুরাগীদের চোখে জল এনে দিয়েছে। ভিডিওতে প্রয়াত সংগীতকার এই গান তাঁর ভাই সাজিদ খানকে উত্সর্গ করেছেন। ভিডিওতে তাঁকে রুগ্ন দেখিয়েছে। এর আগে শিল্পী মিকা সিংহকে ভয়েস নোট পাঠানো সংক্রান্ত তাঁর একটি অডিও বার্তাও ইন্টারনেটে সামনে এসেছিল। ওয়াজিদের শেষকৃত্য অনুষ্ঠিত মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে। উপস্থিতি ছিলেন তাঁর ভাই সাজিদ খান সহ কয়েকজন প্রিয়জন। কয়েকদিন আগে ওয়াজিদকে মুম্বইয়ের চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। শেষপর্যন্ত ১ জুন ভোরে প্রয়াত হন তিনি।